হাওজা নিউজ এজেন্সি: আজ শহীদ ৫৭ সেনা সদস্যের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে তিনি বলেন, “জায়োনিস্ট শত্রু দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তবে তাদের সব কুমতলব ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত তারা এক লাঞ্ছনাকর পরাজয়ের মুখোমুখি হয়েছে।”
শহীদদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, “শত্রু দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে এবং ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে অশুভ পরিকল্পনা করেছিল, কিন্তু শহীদদের রক্ত ও সাহসিকতা সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।”
তিনি জোর দিয়ে বলেন, “শত্রু তাদের পূর্ব-নির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং কৌশলগতভাবে চরম পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে।”
প্রসঙ্গত, ১৩ জুন দখলদার ইসরায়েল বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। এতে এক হাজারের বেশি মানুষ শহীদ হন, যাদের মধ্যে ছিলেন শীর্ষ সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক।
এর জবাবে ইরান তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ এর আওতায় ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলাগুলো দখলকৃত ভূখণ্ডের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
শত্রুদের অনুরোধে ২৪ জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে অবশেষে সংঘাতের অবসান ঘটে।
আপনার কমেন্ট