বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ - ০৮:২৮
জেরুজালেম পোস্ট: “সৌদি আরবের ট্রিলিয়ন ডলারের ভুল ইরান ও হুথিদের ক্ষমতাশালী করেছে”

ইসরায়েলের প্রভাবশালী দৈনিক জেরুজালেম পোস্ট ইয়েমেনে সৌদি আরবের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে একে আখ্যা দিয়েছে "কৌশলগত বিপর্যয়" হিসেবে। পত্রিকাটি বলেছে, এই হস্তক্ষেপ ইরানকে আরও ক্ষমতাশালী করেছে এবং হুথিদের এমন এক শক্তিতে পরিণত করেছে, যা এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: "হুথি হুমকি: এক ট্রিলিয়ন ডলারের সৌদি ভুল" শিরোনামের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, নয় বছর ধরে চলা এই যুদ্ধ, যা শুরুতে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের রূপে উপস্থাপিত হয়েছিল, তা এখন ইয়েমেনকে পরিণত করেছে ইরানি প্রভাবের ঘাঁটিতে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের ভুল কৌশলের ফলে হুথিরা একটি অস্ত্রসজ্জিত, সংঘবদ্ধ গোষ্ঠীতে পরিণত হয়েছে, যারা ইরানের সরাসরি মদদপুষ্ট এবং বৈশ্বিক বাণিজ্যপথ ব্যাহত করতে সক্ষম হয়েছে। তারা নিয়মিত ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যার প্রভাব পড়েছে এইলাত বন্দরে, এবং জাহাজ চলাচলকে বিকল্প পথে ঘুরিয়ে নিতে বাধ্য করেছে।

সৌদি জোটের বিমান হামলা ও অবরোধ, অনেকক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে পরিচালিত, ব্যাপক বেসামরিক প্রাণহানি ঘটিয়েছে। পাশাপাশি, এই নীতির ফলে হুথিদের প্রতি সহানুভূতি ও নিয়ন্ত্রণও বৃদ্ধি পেয়েছে।

যদিও যুক্তরাষ্ট্র হুথিদের পুনরায় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, তবু জেরুজালেম পোস্ট-এর বিশ্লেষণ অনুযায়ী, এই সংকটের মূল উৎস হচ্ছে সৌদি আরবের ভুল সিদ্ধান্ত ও যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন।

প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে:

> "হুথিদের আগ্রাসনের জবাবে সামরিক প্রতিক্রিয়া প্রয়োজনীয় হলেও, তার চেয়েও জরুরি হলো সৌদি আরবের কৌশলগত ভুল সংশোধন করে দীর্ঘমেয়াদি কৌশলে পরিবর্তন আনা।"

সূত্র: ইয়েনি ইয়েমেন

আপনার কমেন্ট

You are replying to: .
captcha