মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ - ০৮:৩৩
বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাবীব রেজা হুসাইনি (রহ.)-এর পরলোকগমন

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আহলে বাইত (আ.)-এর নিষ্ঠাবান খাদেম এবং অক্লান্ত মুবাল্লিগ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা জনাব হাবীব রেজা হুসাইনি (রহ.)-এর ইন্তেকালের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।

হাওজা নিউজ এজেন্সি এই শোকসংবাদে সকল আহলে বাইত (আ.) প্রেমিক মুসলমান, মরহুমের পরিবার, শাগরেদ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। তাঁর দ্বীনি খেদমত, ইসলামের খাঁটি শিক্ষা প্রচারে নিষ্ঠা ও আহলে বাইতের (আ.) শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা নিশ্চয়ই আল্লাহর দরবারে কবুলযোগ্য একটি "বাকিয়াতে সালেহাত" হিসেবে গণ্য হবে।

আমরা পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং রাসুলুল্লাহ (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের (আ.) সান্নিধ্যে স্থান দান করেন। পাশাপাশি শোকাহত পরিবার ও শুভানুধ্যায়ীদের জন্য ধৈর্য ও সান্ত্বনার তাওফিক কামনা করছি।

হাওজা নিউজ এজেন্সি
২২ জুলাই ২০২৫ | ২৬ মুহাররম ১৪৪৭

আপনার কমেন্ট

You are replying to: .
captcha