হাওজা নিউজ এজেন্সি: এই বিবৃতিতে বলা হয়, “আমরা কঠোর ভাষায় গাজার ওপর অন্যায় অবরোধ এবং নিপীড়িত শিশু, নারী ও বৃদ্ধদের অনাহারে রাখার ষড়যন্ত্রের নিন্দা জানাই। একইসঙ্গে এমন এক উম্মাহর উপর হতাশা প্রকাশ করছি, যারা নিপীড়িতদের আহ্বানে সাড়া দেয় না, বরং নীরবতা ও গাফিলতির মধ্যে ডুবে আছে।”
আলেমরা জোর দিয়ে বলেন, “গাজা অবরোধের অবসান এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইসলামী উম্মাহ ও আন্তর্জাতিক সম্প্রদায় নৈতিক ও আইনগতভাবে দায়বদ্ধ।”
এই বিবৃতিটি সোমবার, ২৫ মুহাররম ১৪৪৭ হিজরি তারিখে প্রকাশিত হয় এবং এতে স্বাক্ষর করেন বাহরাইনের প্রখ্যাত পাঁচজন আলেম:
১. আয়াতুল্লাহ সৈয়দ আব্দুল্লাহ আল-ঘুরাইফি
২. হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ মুহাম্মাদ সালেহ রাবিয়ি
৩. হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ মাহমুদ আল-আলী
৪. হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ মুহাম্মাদ সানকুর
৫. হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ আলী আল-সাদ্দি
আপনার কমেন্ট