বুধবার ২৩ জুলাই ২০২৫ - ২০:৫১
আরবাইন থেকে শিক্ষা, হাদীস ও দলিলসহ ১৫টি পয়েন্ট 

নিশ্চয়ই হোসাইন হিদায়াতের বাতিঘর এবং নাজাতের কিস্তি।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

১. আল্লাহর সন্তুষ্টি অর্জনই মূল লক্ষ্য

 قُـلْ إِنَّ صَلاتي و نُسُكي و مَحيايَ و مَماتي للهِ رَبِّ العالَمينَ
 "বল, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মৃত্যু—all for Allah, Lord of the worlds."
— [সূরা আন’আম ৬:১৬২]

হাদীস:
إِنَّ الْحُسَيْنَ مِصْبَاحُ الْهُدَى وَسَفِينَةُ النَّجَاةِ
“নিশ্চয়ই হোসাইন হিদায়াতের বাতিঘর এবং নাজাতের কিস্তি।”
— (ইমাম সাদিক আ.) – كمال الدين

২. ন্যায় প্রতিষ্ঠায় ত্যাগ স্বীকার করা ফরজ

হাদীস:
إِنِّي لَمْ أَخْرُجْ أَشِرًا وَلَا بَطِرًا... إِنَّمَا خَرَجْتُ لِطَلَبِ الْإِصْلَاحِ فِي أُمَّةِ جَدِّي
“আমি অহংকার, দাঙ্গা বা ক্ষমতা লোভে বের হইনি; বরং আমার দাদা (সা.)-এর উম্মাহর সংস্কারের জন্য বের হয়েছি।”
— (وصية الإمام الحسين عليه السلام)

 وَأْمُرْ بِالْعَدْلِ
 "ন্যায়ের আদেশ দাও।" — [সূরা নাহল ১৬:৯০]

৩. অপমানিত জীবন নয়, সম্মানিত মৃত্যু উত্তম

 كَلَا وَاللَّهِ لَا أُعْطِيكُمْ بِيَدِي إِعْطَاءَ الذَّلِيلِ
 “কখনো না, আল্লাহর কসম! আমি তোমাদের কাছে অপমানিত হয়ে আত্মসমর্পণ করবো না।”
— (ইমাম হোসাইন আ.)

 وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ
 “সম্মান তো আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনদের জন্য।”
— [সূরা মুনাফিকুন ৬৩:৮]

৪. শহীদদের স্মরণ করা ইমানের অংশ

 وَذَكِّرْهُم بِأَيَّامِ اللّهِ
"তাদেরকে আল্লাহর দিনগুলোর স্মরণ করাও।"
— [সূরা ইবরাহিম ১৪:৫]

 হাদীস:
أَحْيُوا أَمْرَنَا، رَحِمَ اللَّهُ مَنْ أَحْيَا أَمْرَنَا
 “আমাদের আদর্শকে জীবিত রাখো। আল্লাহ তাকে রহম করুন, যে আমাদের আদর্শকে জীবিত রাখে।”
— (ইমাম সাদিক আ.)

৫. জিয়ারত মানে প্রতিজ্ঞা—ইমামের পথে চলার

 حَتَّىٰ تَكُونَ زِيَارَتُكُمْ لَنَا وَلَاءً وَوُفُودًا وَعَهْدًا
 “তোমাদের জিয়ারত যেন হয় আমাদের প্রতি প্রেম, আনুগত্য এবং একটি চুক্তি।”
— (Ziyarat e Waritha)

 فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ
 “আমি তো নিকটবর্তী, আহ্বানকারীর দোয়া কবুল করি।”
— [সূরা বাকারা ২:১৮৬]

৬. উম্মাহর ঐক্য ও মানবিকতা

 إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ
 “নিশ্চয়ই মুমিনগণ একে অপরের ভাই।”
— [সূরা হুজরাত ৪৯:১০]

 হাদীস:
الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا
 “এক মুমিন আরেক মুমিনের জন্য একটি ভবনের মতো, একে অন্যকে শক্ত করে ধরে।”
— (সহীহ মুসলিম)

৭. সেবা ও আতিথেয়তা হোসাইনীয় আদর্শ

 وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ
 “তারা নিজেদের ওপরে অন্যদেরকে অগ্রাধিকার দেয়।”
— [সূরা হাশর ৫৯:৯]

 হাদীস:
خِدْمَةُ النَّاسِ مِنْ أَفْضَلِ الْأَعْمَالِ
“মানুষের খিদমত করা উত্তম আমলগুলোর একটি।”
— (ইমাম সাদিক আ.)

৮. নারীও ইসলামী আন্দোলনের পূর্ণ অংশীদার

 وَمَا رَأَيْتُ إِلَّا جَمِيلًا – সাইয়্যেদা যায়নাব (আ.)
“আমি তো শুধু সৌন্দর্যই দেখেছি (কারবালায়)।”

 وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ
“নারী ও পুরুষ মুমিন একে অপরের অভিভাবক।”
— [সূরা তাওবা ৯:৭১]

৯. শোক মানে কেবল কান্না নয়, প্রতিবাদও

 مَنْ بَكَى عَلَى الْحُسَيْنِ أَوْ أَبْكَى وَجَبَتْ لَهُ الْجَنَّةُ
“যে হোসাইনের জন্য কাঁদে বা কাউকে কাঁদায়, তার জন্য জান্নাত ওয়াজিব।”
— (ইমাম রেজা আ.)

 وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا
“তোমরা হীন হও না এবং দুঃখ করো না...”
— [সূরা আলে ইমরান ৩:১৩৯]

১০. আত্মসংস্কার ও তওবা

 إِنَّ اللّهَ يُحِبُّ التَّوَّابِينَ
 “আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন।”
— [সূরা বাকারা ২:২২২]

 হাদীস:
تُوبُوا إِلَى اللّهِ قَبْلَ أَنْ تَمُوتُوا
“মৃত্যুর আগে তওবা করো।”
— (নবী মুহাম্মদ সা.)

১১. তরুণদের হোসাইনীয় আদর্শ অনুসরণ

 هَلْ مِنْ نَاصِرٍ يَنْصُرُنِي؟
“আছে কি কেউ, যে আমার সহায় হবে?”
— ইমাম হোসাইনের আহ্বান শুনে তরুণেরা প্রথম সাড়া দেন।

 إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ
“তারা ছিল তরুণ, যারা তাদের রবের ওপর ঈমান এনেছিল।”
— [সূরা কাহফ ১৮:১৩]

১২. পরিবারকে হোসাইনীয় গুণে গড়ে তোলা

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا
“তোমরা নিজেদের ও পরিবারের সদস্যদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।”
— [সূরা তাহরিম ৬৬:৬]

১৩. দোয়া ও যিকিরকে জীবন্ত রাখা

 وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ
“স্মরণ করাও, কারণ স্মরণ মুমিনদের উপকারে আসে।”
— [সূরা যারিয়াত ৫১:৫৫]

১৪. সামাজিক সাম্য ও অর্থনৈতিক ন্যায়

 لِكَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ
“যাতে ধন শুধুই ধনীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে।”
— [সূরা হাশর ৫৯:৭]

১৫. জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া ফরজ

 كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ
 “তোমরা ন্যায় প্রতিষ্ঠায় অবিচল থেকো, আল্লাহর সাক্ষী হয়ে।”
— [সূরা মায়েদা ৫:৮]

 হাদীস:
السَّاكِتُ عَنِ الظُّلْمِ شَرِيكُ الظَّالِمِ
“যে জুলুম দেখে চুপ থাকে, সে জালিমের শরিক।”
— (ইমাম আলী আ.)

অনুবাদ: সৈয়দ আলী আকবর

আপনার কমেন্ট

You are replying to: .
captcha