মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ - ১১:২৯
ইসরায়েলের সমালোচনা করেও বাণিজ্য বন্ধ করেনি ২৮ দেশ

গাজায় ইসরায়েলের নৃশংস আগ্রাসন চলমান। হাজারো ফিলিস্তিনি নিহত হলেও থেমে নেই সহিংসতা। এমন পরিস্থিতিতে বিশ্বের ২৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: তবে ওই দেশগুলোর অনেকেই একদিকে যুদ্ধের নিন্দা করলেও, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে বহু বিলিয়ন ডলারের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কেউই অস্ত্র বিক্রি বন্ধ করেনি বা অর্থনৈতিক নিষেধাজ্ঞাও দেয়নি।

বাণিজ্যে শীর্ষে থাকা দেশগুলো হলো: বেলজিয়াম, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য—যারা ইসরায়েলের সঙ্গে বছরে ১ বিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য করে।

ইসরায়েলের সঙ্গে এসব দেশের বাণিজ্যে রয়েছে গাড়ি, চিপস, ওষুধ ও প্রসাধনী। যেমন: আয়ারল্যান্ড ইসরায়েল থেকে ৩.৫৮ বিলিয়ন ডলারের চিপস আমদানি করেছে। ইতালি ইসরাইলে ৩.৪৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।

২০২৪ সালে আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ইসরায়েলের সঙ্গে তাদের বাণিজ্য বন্ধ হয়নি।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ বন্ধে নিন্দা যথেষ্ট নয়—প্রয়োজন বাস্তব পদক্ষেপ: যেমন অস্ত্র নিষিদ্ধকরণ, নিষেধাজ্ঞা আরোপ বা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। কিন্তু এসব দেশ এখন পর্যন্ত কেবল বিবৃতিতেই দায়িত্ব শেষ করেছে।

ফলে অনেকেই একে বলছেন নৈতিক দ্বিচারিতা। সাধারণ মানুষের দাবি—শুধু কথায় নয়, বাস্তবে উদ্যোগ নিতে হবে। না হলে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ চলতেই থাকবে।

সূত্র: আল-জাজিরা

আপনার কমেন্ট

You are replying to: .
captcha