হাওজা নিউজ এজেন্সি: শাইখ মোহাম্মদ আবুল কাত্তাহ জোর দিয়ে বলেন, “ইসরায়েল এককভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, অথচ আমরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে মুজাহিদদের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছি। এটি বন্ধ করতে হবে।” তিনি প্রতিরোধ আন্দোলনের (হিজবুল্লাহ) বিরুদ্ধে ষড়যন্ত্রের কঠোর সমালোচনা করে বলেন, “যারা হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি তোলে, তারা মূলত ইসরায়েলের স্বার্থ পূরণে সহযোগিতা করছে।”
‘ইসরায়েলকে নিরস্ত্রীকরণ হোক আলোচনার বিষয়’
শাইখ আবুল কাত্তাহ প্রশ্ন ছুঁড়ে দেন,
“কেন আজ বারবার হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের কথা বলা হয়, অথচ দখলদার ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কেউ প্রশ্ন তোলে না?”
তিনি বলেন, “প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করার যেকোনো পদক্ষেপ লেবাননের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য হুমকি। বরং ইসরায়েলকেই নিরস্ত্রীকরণ ও বিচারের মুখে দাঁড় করানো উচিত।”
যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান
এই সভায় মুসলিম আলেমরা একটি সাম্প্রতিক মার্কিন প্রস্তাব—যা মূলত ইসরায়েলের স্বার্থরক্ষায় তৈরি—তা পুরোপুরি প্রত্যাখ্যান করেন। তারা এটিকে “লেবাননের সার্বভৌমত্বে হস্তক্ষেপ ও জাতির সম্মানহানিকর” বলেও আখ্যা দেন।
ঐক্যের গুরুত্ব তুলে ধরা
শাইখ আবুল কাত্তাহ বলেন, “আজ মুসলিম বিশ্বে সবচেয়ে জরুরি বিষয় হলো ঐক্য। বিভিন্ন মত ও পথ থাকা সত্ত্বেও, আমাদের কণ্ঠ, অবস্থান ও রণনীতি যেন শত্রুর বিরুদ্ধে অভিন্ন হয়।” তিনি আহ্বান জানান, বিভেদের রাজনীতি ও মুজাহিদদের বিরুদ্ধে আক্রমণ পরিহার করে মুসলিম উম্মাহ যেন শত্রুর বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ায়।
আপনার কমেন্ট