



৫ই সফর কারবালার মর্মান্তিক স্মৃতিদিবস, যা মুসলিম উম্মাহর জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বহন করে যে আজকের নেতৃত্বশূন্য ও বিভক্ত উম্মাহকে কোরআন ও আহলে বাইতের শিক্ষার আলোকে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পথে দৃঢ় অবস্থান নিতে হবে। ইমাম হোসাইন জনকল্যাণ ট্রাস্টের সভাপতি আলী নওয়াজ খান বলেন, মাযহাবগত বিভাজন, পারস্পরিক দ্বন্দ্ব, পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণ এবং নৈতিক অবক্ষয়ের ফলে মুসলিম উম্মাহ সংকটগ্রস্ত হয়েছে এবং বিশ্ব অপশক্তির প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে নিরীহ মানুষের প্রতি নির্লিপ্ত মুসলিম শাসকদের তীব্র সমালোচনা করে তিনি সকল মুসলমানকে আহ্বান জানান, হোসাইনীয় আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ হয়ে উম্মাহর পতন রোধের জন্য সক্রিয় ভূমিকা নিতে।
আপনার কমেন্ট