মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ - ০৯:৪০
আরবাইন হুসাইনী: শিয়াদের আধ্যাত্মিক শক্তির অনন্য প্রদর্শনী

ইরানের বুশেহর প্রদেশের দেইর শহরের সেনাবাহিনী সাইয়্যেদুশ শুহাদা (আ.) বিগ্রেডের কমান্ডার কর্নেল সৈয়দ আলী হুসেইনী নিয়া আজ বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি আরবাইন হুসাইনী পদযাত্রাকে শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে নয়, বরং শিয়া সম্প্রদায়ের বিশাল সমাবেশ এবং ইমাম মাহদীর (আ.ফা.) আগমনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বর্ণনা করেন।

হাওজা নিউজ এজেন্সি: তিনি এ আধ্যাত্মিক ও সামাজিক মহত্ত্বের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, “এই মিলিয়ন মানুষের সমাবেশ ঐক্য, সহযোগিতা এবং মুক্তি প্রেমী মুসলিম ও অন্যান্য মানুষের সম্মিলিত ইচ্ছার প্রতীক, যা ন্যায় ও সামাজিক আদর্শ বাস্তবায়নের পথে অগ্রসর। আরবাইন হুসাইনী শিয়াদের আধ্যাত্মিক শক্তির বিশ্বব্যাপী প্রকাশ।”

হুসাইনী নিয়া জানান, দেইর শহরের সেপাহ (সেনাবাহিনী) এ বছর বুশেহরের অপারেশন কোম্পানি ‘পাজারগাদ’ এর সহযোগিতায় আরবাইন যাত্রীদের জন্য শালামচেহ সীমান্ত পর্যন্ত বিনামূল্যে পরিবহন ব্যবস্থা করেছে।

তিনি আরও বলেন, “১৩ থেকে ১৭ আগস্ট প্রতিদিন দুইটি বাস ‘বাসিজ হাওজায়ে কুদস’ এলাকা থেকে শালামচেহ সীমান্ত পর্যন্ত যাত্রী পরিবহন করবে এবং ১৮ আগস্ট থেকে আরবাইনের দিন পর্যন্ত, বাসগুলো শালামচেহ থেকে দেইর শহরে যাত্রীদের ফেরত নিয়ে আসবে।

দেইরের কমান্ডার ড. শেইখিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তাদের এই সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয় এবং সকল সাধারণ মানুষ বিনামূল্যে এই সেবা গ্রহণ করতে পারবেন।”

হুসাইনী নিয়া আরও উল্লেখ করেন, যারা আরবাইন মূল পদযাত্রায় যোগ দিতে পারেননি তাদের জন্য দেইর শহরের সেপাহর পক্ষ থেকে বিভিন্ন বাসিজ ঘাঁটিতে ‘জ’মন্দেগান আরবাইন’ পদযাত্রার বিশেষ মুকিব (সেবা শিবির) স্থাপন করা হবে।

তিনি বলেন, “এই মুকিবগুলো শুধু খাবার ও পানীয় সরবরাহই করবে না, বরং আশুরার সংস্কৃতি ও আরবাইনের আধ্যাত্মিক মূল্যবোধ প্রচারেও সক্রিয় ভূমিকা পালন করবে।”

হুসাইনী নিয়া জোর দিয়ে বলেন, “সেপাহ নিরাপত্তা ব্যবস্থাপনায়ও সক্রিয় অংশগ্রহণ করবে, যাতে সবাই নিরাপদ, আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করতে পারে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha