হাওজা নিউজ এজেন্সি: ইমাম হাসান মুজতবা (আ.) বলেন,
لا تُعاجِلِ الذَّنبَ بِالعُقوبَةِ، وَ اجعَل بَینَهُما لِلاعتِذارِ طَریقا
গোনাহের কারণে তাড়াতাড়ি শাস্তি দিও না; বরং শাস্তি দেওয়ার আগে ক্ষমা চাওয়ার একটি সুযোগ রাখো।
[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৮, পৃষ্ঠা ১১৫, হাদীস ১১]
এই হাদীস আমাদের শেখায়—কঠোরতার আগে সহানুভূতি, বিচার করার আগে অনুতাপের সুযোগ দেওয়া ইসলামি নীতির অংশ। এটি শুধু পারিবারিক বা ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক ও আইনি ক্ষেত্রেও এক অনন্য নীতিমালা।
আপনার কমেন্ট