হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাদিক (আ.) বলেছেন:
يَجِبُ لِلوالِدَینِ عَلَی الوَلَدِ ثَلاثَةُ أَشْیاءَ: شُکْرُهُما عَلَی کُلِّ حَالٍ، وَ طَاعَتُهُما فِیمَا یَأْمُرَانِهِ وَ یَنْهَیَانِهِ عَنْهُ فِی غَیْرِ مَعْصِیَةِ اللّهِ، وَ نَصِیحَتُهُما فِی السِّرِّ وَ الْعَلَانِیَةِ
সন্তানের ওপর পিতামাতা তিনটি অধিকার রয়েছে:
১. সব অবস্থায় তাদের প্রতি কৃতজ্ঞ থাকা,
২. তাদের আদেশ ও নিষেধ মেনে চলা (যদি তা আল্লাহর বিরুদ্ধ না হয়),
৩. গোপনে ও প্রকাশ্যে তাদের জন্য সদিচ্ছা ও উপদেশ দেওয়া।
[তুহাফুল উকুল, পৃ. ৩২২]
পিতামাতার প্রতি সন্তানের এই তিনটি দায়িত্ব কেবল নৈতিক কর্তব্য নয়, বরং ইসলামিক জীবনবিধির গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং পারিবারিক বন্ধন মজবুত রাখার জন্য এই অধিকারগুলো পালন করা অত্যন্ত জরুরি।
আপনার কমেন্ট