বুধবার ৬ আগস্ট ২০২৫ - ২২:৫০
গাজা সংকট মোকাবিলায় ইসলামি ঐক্যের আহ্বান ইরান ও মালয়েশিয়ার

গাজায় চলমান মানবিক বিপর্যয় রোধে ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্য ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

হাওজা নিউজ এজেন্সি: বুধবার টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “গাজায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বর্বরতা কোনো স্বাধীন মানুষ মেনে নিতে পারে না। আমি আশা করি ইসলামি দেশগুলো সক্রিয় কূটনীতি ও সমন্বিত চাপের মাধ্যমে এই অপরাধ বন্ধে একসঙ্গে উদ্যোগ নেবে।”

তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে থেকেছে এবং অন্যান্য ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা আরও সাহসী ও সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়। “গাজায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগই কার্যকর প্রমাণিত হবে,” তিনি বলেন।

সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আমাদের একমাত্র অপরাধ হলো, আমরা নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকার ও মানবতা রক্ষায় অবিচল। এই কারণে বিশ্বের কিছু ঔদ্ধত্যপূর্ণ শক্তি আমাদের ওপর চাপ সৃষ্টি করছে।”

আলোচনার এক পর্যায়ে তিনি ইরান ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও গণহত্যার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, মালয়েশিয়া সরকার ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং এই মানবিক সংকট বন্ধে সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

“আমরা আশাবাদী, ইসলামি দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও সংহতির মাধ্যমে আমরা এই অপরাধের অবসান ঘটাতে পারব,” তিনি বলেন।

আনোয়ার ইরান সরকার ও জনগণের প্রতি মালয়েশিয়ার গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেন এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আমন্ত্রণে ইরান সফরের আগ্রহ প্রকাশ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha