হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,
مَن لَم یَأتِ قَبرَ الحُسینِ علیه السلام حتّی یَمُوتَ کانَ مُنتَقَصَ الدِّینِ، مُنتَقَصَ الإیمانِ، وَ إن اُدخِلَ الجَنَّةَ کانَ دُونَ المؤمنینَ فی الجَنَّةِ.
যে ব্যক্তি জীবদ্দশায় ইমাম হোসেইন (আ.)-এর মাজার জিয়ারত করে না, তার ধর্ম ও ঈমান অসম্পূর্ণ থাকে। আর যদি সে জান্নাতে প্রবেশ করেও, তবে তার স্থান সকল মুমিনদের মধ্যে নীচুতর হবে।
[বিহারুল আনওয়ার, খন্ড ১০১, পৃষ্ঠা ৪, হাদিস ১৪]
এ থেকে বুঝা যায়, ইমাম হোসেইন (আ.)-এর সমাধি জিয়ারত কেবল একটি ভ্রমণ নয়, বরং ঈমানের সমৃদ্ধি ও ধর্মীয় কৃতিত্বের প্রতীক। এটি মুমিনের আত্মাকে নবায়িত করে এবং জান্নাতের মর্যাদা বৃদ্ধি করে।
আপনার কমেন্ট