হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ایران حسین (ع) تا ابد پیروز است
ইরনে হুসাইন থ আবাদ্ পিরূযাস্ত্
হুসাইনের ইরান চিরকাল বিজয়ী
আর এটা হচ্ছে এ বছর ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর ইরানে মুহররম ,আশুরা ও সফর মাসের শোকানুষ্ঠান গুলোর জনপ্রিয় শিরোনাম ও শ্লোগান। ইরানের ওপর ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ১২ দিনের চাপানো যুদ্ধে ইরানী জনগণ ও সশস্ত্র বাহিনীর সফল জিহাদ,দৃঢ় প্রতিরোধ ও সংগ্রামের বিজয় এই বিপ্লবী শ্লোগান ও শিরোনামে প্রতিফলিত হয়েছে।
এখন প্রশ্ন:
কেন ইমাম হুসাইনের (আ) ইরান চিরকাল বিজয়ী থাকবে?
উত্তর: শহীদদের নেতা ইমাম হুসাইনের (আ) সাথে সংশ্লিষ্ট,যুক্ত ও জড়িত সব কিছুই চিরস্মরণীয়, অবিস্মরণীয় এবং চিরকাল বিদ্যমান থাকবে। শুধু ইরান নয় যে কোনো দেশই যদি ইমাম হুসাইনের (আ) সুউচ্চ আধ্যাত্মিক মাকাম ও সুমহান আদর্শের সাথে সংশ্লিষ্ট ও যুক্ত হয়ে যায় তাহলে তা চিরকাল বিজয়ী ও বিদ্যমান থাকবে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে যে ইমাম হুসাইনের (আ) মতাদর্শ,সীরাত ও সুন্নাত আসলে যা হচ্ছে তাঁর মাতামহ হযরত রাসূলুল্লাহর (সা) মতাদর্শ,নীতি,সীরৎ ও সুন্নাত তার সাথে পূর্ণ রূপে একীভূত হয়ে যেতে হবে।মহানবী (সা) বলেছেন: হুসাইন আমার থেকে এবং আমিও হুসাইন থেকে।
حُسَیْنٌ مِنِّيْ وَ أَنَا مِنْ حُسَیْنٍ
মহানবী (সা) বলেছেন: নিশ্চয়ই হাসান ও হুসাইন বেহেশত বাসী যুবকদের নেতা।
إِنَّ الْحَسَنَ وَ الْحُسَیْنَ سَیِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ
আর যেহেতু ইরান ইমাম হুসাইনের (আ) সাথে যুক্ত, সংশ্লিষ্ট ও অবিচ্ছেদ্য-অবিচ্ছিন্ন, ইমাম হুসাইন (আ) শাহাদাত বরণ করে অমর,বিজয়ী ও সফল হয়েছেন, যেহেতু শহীদরা সবাই জীবিত এবং চিরস্থায়ী জীবন ও হায়াতের সর্বোচ্চ ও সর্বোত্তম পর্যায়ে স্থিতি লাভ করেন,আর ইসলামী বিপ্লবী ইরান ও ইরানী জাতি হুসাইনী আদর্শ অর্থাৎ শাহাদাতের আদর্শে উদ্দীপ্ত , উজ্জীবিত ও অনুপ্রাণিত হয়ে বীর শহীদ প্রতিপালন কারী দেশ ও জাতি এবং শাহাদাত হচ্ছে অমর চিরস্থায়ী জীবনে উত্তোরণের সোপান এবং শহীদ প্রকৃত পক্ষে অমর জীবনের সর্বোচ্চ শিখরেই উত্তোরণ করে সেহেতু এই ইরান চিরকাল বিজয়ী ও সফল আছে ও থাকবে।
ইসলাম, ইমাম হুসাইন (আ) ও ইরান পরস্পর অবিচ্ছেদ্য-অবিচ্ছিন্ন; ইসলাম চিরন্তন ও শাশ্বত দ্বীন যা কখনো বিলীন ও বিলুপ্ত হওয়ার নয়। আর ইমাম হাসান ও হুসাইন চিরন্তন চিরস্থায়ী বেহেশতের অধিবাসী বাসিন্দা যুবকদের নেতৃদ্বয় এবং তাঁরা চিরন্তন চিরস্থায়ী বেহেশতী জীবনের মূর্ত্ত প্রতীক।আর ইরান এই চিরন্তন চিরস্থায়ী জীবন বিনির্মাণকারী ধর্ম ইসলাম ও চিরস্থায়ী অনন্ত জীবনের প্রতীক ইমাম হুসাইনের সাথে সংশ্লিষ্ট ও যুক্ত এবং ইসলাম ও ইমাম হুসাইন (আ) চিরকাল বিজয়ী। আর এ কারণেই ইরনে হুসাইন (আ) থ আবাদ পিরূযাস্ত্ ( হুসাইনের ইরান চিরকাল বিজয়ী)।
রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান
আপনার কমেন্ট