হাওজা নিউজ এজেন্সি: পবিত্র পদযাত্রার অন্যতম প্রধান সড়কে অনুষ্ঠিত এই নামাজে শত শত বিশিষ্ট আলেম, শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন, সাথে ছিলেন ইরাকসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য জিয়ারতকারী। হুসাইনি সেবা-মুকিবগুলোর মাঝখানে, “ইয়া হুসাইন” ও “লাব্বাইকা ইয়া যাহরা” লেখা পতাকার ছায়ায়, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো মুসল্লিদের দৃশ্য এক বিরল বিশ্বাস, ঐক্য ও ভক্তির চিত্র ফুটিয়ে তোলে, যা সাম্প্রদায়িক ও জাতীয় সব সীমা অতিক্রম করেছে।
আয়োজকদের একজন জানান, এই গণনামাজের মূল উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক ঐক্য ও সম্মিলিত ভক্তির বার্তা পৌঁছে দেওয়া এবং ইমাম হুসাইন (আ.)-এর পথে নামাজের গুরুত্বকে স্মরণ করিয়ে দেওয়া। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সেমিনারি এমন উদ্যোগ গ্রহণ করছে, যাতে নামাজ জিয়ারতকারীদের জন্য এক যৌথ চিন্তা, আত্মশুদ্ধি ও পারস্পরিক সংযোগের মুহূর্ত হয়ে ওঠে।
আপনার কমেন্ট