শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ - ০৭:৪০
নাজাফ ইসলামি সেমিনারির নেতৃত্বে কারবালার পথে সর্ববৃহৎ নামাজে জামাআত

নাজাফ থেকে কারবালার পবিত্র পথে, আরবাইন উপলক্ষে নাজাফের ইসলামি সেমিনারির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সর্ববৃহৎ ঐক্যবদ্ধ জামাআত নামাজ। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত জিয়ারতকারী ও আলেমরা একই কাতারে দাঁড়িয়ে ইমাম হুসাইন (আ.)-এর আদর্শে ভ্রাতৃত্ব ও ঐক্যের দৃঢ় বার্তা পৌঁছে দেন।

হাওজা নিউজ এজেন্সি: পবিত্র পদযাত্রার অন্যতম প্রধান সড়কে অনুষ্ঠিত এই নামাজে শত শত বিশিষ্ট আলেম, শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন, সাথে ছিলেন ইরাকসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য জিয়ারতকারী। হুসাইনি সেবা-মুকিবগুলোর মাঝখানে, “ইয়া হুসাইন” ও “লাব্বাইকা ইয়া যাহরা” লেখা পতাকার ছায়ায়, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো মুসল্লিদের দৃশ্য এক বিরল বিশ্বাস, ঐক্য ও ভক্তির চিত্র ফুটিয়ে তোলে, যা সাম্প্রদায়িক ও জাতীয় সব সীমা অতিক্রম করেছে।

আয়োজকদের একজন জানান, এই গণনামাজের মূল উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক ঐক্য ও সম্মিলিত ভক্তির বার্তা পৌঁছে দেওয়া এবং ইমাম হুসাইন (আ.)-এর পথে নামাজের গুরুত্বকে স্মরণ করিয়ে দেওয়া। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সেমিনারি এমন উদ্যোগ গ্রহণ করছে, যাতে নামাজ জিয়ারতকারীদের জন্য এক যৌথ চিন্তা, আত্মশুদ্ধি ও পারস্পরিক সংযোগের মুহূর্ত হয়ে ওঠে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha