হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শোক ও বেদনার মাস সফর উপলক্ষে প্রকাশিত হয়েছে আল-হুজ্জাত মাসিক পত্রিকা-এর বিশেষ অনলাইন সংস্করণ। গত ২৮ শে সফর (শনিবার) প্রকাশিত এ সংখ্যায় স্থান পেয়েছে রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকাল, ইমাম হাসান মুজতবা (আ.)-এর শাহাদাত, আরবাঈনের ইতিহাস এবং কারবালার পরবর্তী অধ্যায় নিয়ে একাধিক প্রবন্ধ ও সাহিত্যিক রচনা।
সম্পাদক সাহেব জানিয়েছেন, সফর মাসের বেদনা ও শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়াটাই এই সংখ্যার মূল উদ্দেশ্য। এতে বিশেষভাবে স্থান পেয়েছে— ইমাম (আ.)-এর আবির্ভাব বিষয়ক অনুবাদ প্রবন্ধ, এজিদের দরবারে ইমাম জয়নুল আবেদীন (আ.)-এর খোতবা, পবিত্র আরবাঈনের ইতিহাস এবং কারবালার পরবর্তী ঘটনাপ্রবাহে হযরত জয়নব (সা.)-এর অবিচল কণ্ঠের আলোচনা। পাশাপাশি রয়েছে ইমাম মাহ্দী (আ.ফা.)-এর মারেফাত বিষয়ক রচনা এবং হৃদয়স্পর্শী কিছু কবিতা।
উল্লেখ্য, আল-হুজ্জাত মাসিক পত্রিকা অনলাইন আকারে প্রকাশ শুরু হয়েছিল গত বছর শা’বান মাসে, ইমাম মাহ্দী (আ.)-কে কেন্দ্র করে বিশেষ সংখ্যার মাধ্যমে। এরপর থেকে প্রতি মাসেই নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে এ পত্রিকা, যা ইতোমধ্যেই দেশ-বিদেশের পাঠকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
পত্রিকার সম্পাদক সাহেব বলেছেন, “আমাদের লক্ষ্য হলো— সফর মাসের শোককে শক্তি হিসেবে ধারণ করা, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং পাঠকমহলে ইমামদের (আ.) প্রতি ভালোবাসা ও আনুগত্যকে আরও দৃঢ় করা।”
পত্রিকাটি অনলাইনে পড়তে ভিজিট করুন:
https://alhujjatpatrika.blogspot.com/2025/08/blog-post.html
আপনার কমেন্ট