বুধবার ২৭ আগস্ট ২০২৫ - ১১:২৬
যে গুনাহ দোয়া কবুলের পথে বাঁধা দেয়

দোয়া মানুষের রূহানী শক্তি ও আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যম। তবে কিছু গুনাহ রয়েছে, যা দোয়ার কবুল হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে। ইমাম সজ্জাদ (আ.) এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জয়নুল আবেদিন ওরফে সাজ্জাদ (আ.) বলেন,

وَ الذُّنُوبُ الَّتِی تَرُدُّ الدُّعَاءَ … اسْتِعْمَالُ الْبَذَاءِ وَ الْفُحْشُ فِی الْقَوْلِ.

আর যে গুনাহগুলো দোয়াকে ফিরিয়ে দেয় (অর্থাৎ কবুল হতে বাধা দেয়)… তার মধ্যে রয়েছে— অশ্লীলতা ও কদর্যপূর্ণ ভাষা ব্যবহার ও গালাগালি করা।

[বিহারুল আনওয়ার, পৃষ্ঠা ৩৭৫]

শিক্ষণীয় বার্তা: দোয়া কবুল হোক চাইলে মুখকে অশ্লীলতা ও গালি-গালাজ থেকে পবিত্র রাখতে হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha