হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
أَرْبَعَةٌ یَزِیدُ عَذَابُهُمْ عَلَی عَذَابِ أَهْلِ النَّارِ … وَرَجُلٌ یَسْتَلِذُّ الرَّفَثَ وَالْفُحْشَ فَیَسِیلُ مِنْ فِیهِ قَیْحٌ وَدَمٌ.
চার শ্রেণীর মানুষের শাস্তি (অন্যান্য) দোজখবাসীদের শাস্তির তুলনায় আরও কঠিন হবে… আর তাদের একজন সেই ব্যক্তি, যে অশ্লীলতা ও মব্দ ভাষায় আনন্দ উপভোগ করে। তখন জাহান্নামে তার মুখ থেকে পুঁজ ও রক্ত প্রবাহিত হবে।”
[মুস্তাদরাক আল-ওয়াসায়েল, খণ্ড- ১২, পৃষ্ঠা- ৮২]
এই হাদীস আমাদের জন্য স্পষ্ট শিক্ষা বহন করে যে, মন্দ ভাষা ও অশ্লীলতা শুধু সামাজিক সম্পর্ককেই কলুষিত করে না, বরং আখিরাতে ভয়াবহ পরিণতির কারণ হয়ে দাঁড়ায়। তাই মুসলমানের উচিত জিহ্বাকে পরিশুদ্ধ রাখা এবং সুন্দর ভাষায় কথা বলা।
আপনার কমেন্ট