সোমবার ২৫ আগস্ট ২০২৫ - ২১:৪৪
ইমামদের (আ.) বর্ণিত হাদীসের আলোকে সবচেয়ে বড় গুনাহ

কারাআতি বলেন, হাদীসসমূহ থেকে বোঝা যায় যে, হতাশা একজন মানুষকে আরও বিভ্রান্তির দিকে ঠেলে দেয় এবং তার মনে আত্মশুদ্ধির আশাও আর অবশিষ্ট থাকে না।

হাওজা নিউজ এজেন্সি: হাদীস ও কুরআনের আলোকে, হতাশা ও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াকে সর্বাপেক্ষা বড় গুনাহ হিসেবে গণ্য করা হয়েছে। মানুষের মনে যদি এমন চিন্তা আসে— “আমি এত গুনাহ করেছি যে আল্লাহ কখনো আমাকে ক্ষমা করবেন না”— তাহলে তা দ্বীনের শিক্ষার পরিপন্থী এবং অন্যতম ভয়ানক পাপের অন্তর্ভুক্ত।

হুজ্জাতুল ইসলাম মুহসিন কারাআতি এক বক্তব্যে বলেন, গুনাহ প্রধানত দুই রকম: কবিরা (মহাপাপ) এবং সগিরা (সামান্য পাপ)। কিন্তু সবচেয়ে গুরুতর কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া।

কুরআনের সূরা যুমার-এর আয়াতে বলা হয়েছে:

 «لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ»
অর্থাৎ: “তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।”

কারাআতি বলেন, হাদীসসমূহ থেকে বোঝা যায় যে, হতাশা একজন মানুষকে আরও বিভ্রান্তির দিকে ঠেলে দেয় এবং তার মনে আত্মশুদ্ধির আশাও আর অবশিষ্ট থাকে না।

এমনকি কেউ যদি সবচেয়ে বড় গুনাহ করেও আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, তাহলে তার জন্য তওবা ও মুক্তির পথ এখনো খোলা রয়েছে।

এই প্রসঙ্গে একটি ঘটনা বর্ণিত হয়েছে:

এক ব্যক্তি কাবার গিলাফ আঁকড়ে ধরে বলছিল:
“আমি জানি আমার গুনাহ কখনো ক্ষমা হবে না।”
যখন তাকে জিজ্ঞাসা করা হলো, “তোমার গুনাহ কী?”
তখন সে জানায়, সে ইয়াজিদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করে কারবালায় গিয়েছিল এবং ইমাম হুসাইন (আ.)-এর এক ঘনিষ্ঠ সাথীকে প্রতারণা করে হত্যা করায় অংশ নিয়েছিল।
তখন তাকে বলা হলো: “তোমার এই ধারণা যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না— এই ধারণাটাই তোমার আসল গুনাহ থেকে বড় পাপ।”

এই ঘটনা আমাদের শেখায়: আল্লাহর রহমতের চেয়ে কোনো গুনাহ বড় নয়।
প্রকৃত বিপদ হলো, যদি মানুষ হতাশ হয়ে পড়ে এবং নিজের মুক্তির সব পথ নিজেই বন্ধ করে দেয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha