বুধবার ২৭ আগস্ট ২০২৫ - ১২:১৬
ছোট ভালো কাজের মর্ম বুঝুন: কার্যকারি নাসিহত

ভালো কাজগুলো করো এবং এগুলোকে ছোট করে দেখো না। কারণ ছোট একটা কাজও বড় ফল দিতে পারে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আমাদের জীবনে ছোট ছোট ভালো কাজকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। 
মাসাইল-এর ৯ নম্বর খণ্ডের ৮৯ নম্বর পৃষ্ঠায় বর্ণিত একটি শিক্ষণীয় বক্তব্যে বলা হয়েছে, ভালো কাজগুলো করো এবং এগুলোকে ছোট করে দেখো না। কারণ ছোট একটা কাজও বড় ফল দিতে পারে।

ভালো কাজ যেমন—অন্যের উপকার করা, মানুষের সমস্যা সমাধান, ইবাদত ও জিকির—এসব কাজ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হওয়া দরকার। বিশেষ করে আমাদের জিহ্বাকে (ভাষাকে) আল্লাহর স্মরণে ব্যস্ত রাখতে হবে। অর্থাৎ কথা বলতে বলতেই যেন আল্লাহর নাম জিকির হয়।

চলাফেরা, কাজকর্মের পাশাপাশি মনে রাখতে হবে, আল্লাহ যেসব ভালো কাজ করার তৌফিক দিয়েছেন সেগুলোকে কখনো অবহেলা করা যাবে না। ছোট মনে হলেও, সেগুলো আল্লাহর চোখে বড় হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, একটি ছোট সলাওয়াতও পাপ ধ্বংস করতে সক্ষম, যা এক ধরনের আত্মিক পরিশোধন হিসেবে কাজ করে।

এটি স্পষ্ট যে, আমাদের প্রতিটি ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে বড় সুফল। তাই, প্রত্যেককে উচিত জীবনকে ভালো কাজের মাধ্যমে আলোকিত করা এবং প্রতিটি কাজকে গুরুত্ব সহকারে নেওয়া। কারণ আল্লাহর দৃষ্টিতে ছোট কাজের বড় মর্যাদা রয়েছে এবং তার প্রতিফলন আমাদের জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha