শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ - ০৮:৪৯
হিজবুল্লাহ: প্রতিরোধের অস্ত্র থেকে একটি গুলিও হস্তান্তর হবে না

হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের সদস্য মাহমুদ আল-কোমাতি স্পষ্টভাবে বলেছেন, প্রতিরোধের অস্ত্র হস্তান্তর মানে লেবানন, তার স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক কোনো চাপই প্রতিরোধকে নিরস্ত্র করতে পারবে না।

হাওজা নিউজ এজেন্সি: আল-কোমাতি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে উন্নয়নের অজুহাতে “নাগরিক-অর্থনৈতিক দখল” চালু করতে চাইছে, যাতে শরণার্থীরা আর ফিরে আসতে না পারে। তাঁর দাবি, এ পরিকল্পনায় কিছু আরব দেশও অর্থায়ন করছে।

তিনি বলেন, প্রতিরোধ কোনো একক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এতে জাতীয়তাবাদী, বামপন্থী, ইসলামপন্থী ও আরবপন্থী সবাই অংশ নিয়েছে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শহীদ হয়েছেন। তাঁর কড়া সতর্কবার্তা: “প্রতিরোধকে নিরস্ত্র করা হবে লেবানন সরকারের সবচেয়ে বড় কলঙ্ক। আমরা প্রতিরোধের অস্ত্র ছাড়ব না— এমনকি একটি গুলিও নয়।”

এদিকে হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেমও স্পষ্ট করেন, আমরা অস্ত্র হস্তান্তর করলেও ইসরায়েলি আগ্রাসন থামবে না। তিনি স্পষ্টভাবে বলেন, “যতদিন আগ্রাসন চলবে, প্রতিরোধ কখনোই অস্ত্র সমর্পণ করবে না।”

সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, লেবাননের ৫৮ শতাংশ নাগরিক প্রতিরোধকে নিরস্ত্র করার বিপক্ষে। একই সঙ্গে ৭২ শতাংশ মনে করেন, একা সেনাবাহিনী ইসরায়েলের সম্ভাব্য কোনো আগ্রাসন মোকাবিলা করতে সক্ষম নয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha