শনিবার ৩০ আগস্ট ২০২৫ - ১২:৪৬
ই-থ্রির (E3) পদক্ষেপে ইরানের সঙ্গে আইএইএ’র সম্পর্ক প্রভাবিত হবে

তেহরানের অস্থায়ী জুমার খুতবায় হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি সতর্ক করেছেন যে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের (E3) ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার সিদ্ধান্ত ইরানের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) সঙ্গে সম্পর্কের প্রক্রিয়াকে সরাসরি প্রভাবিত করবে।

হাওজা নিউজ এজেন্সি: তিনি বলেন, তিন ইউরোপীয় দেশের এই পদক্ষেপ অবৈধ, অনৈতিক ও সম্পূর্ণ রাজনৈতিক; যা যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের চাপেই নেওয়া হয়েছে। “দুঃখজনকভাবে, ই-থ্রি এখন জায়নিস্টদের প্রক্সি বাহিনীতে পরিণত হয়েছে,” মন্তব্য করেন তিনি।

খতিব হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই সিদ্ধান্তের গুরুতর পরিণতি রয়েছে। এটি কেবল ইরান-আইএইএ সম্পর্ককেই নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তাকেও প্রভাবিত করবে।”

তবে তিনি জোর দিয়ে বলেন, “এটি পশ্চিমা বিশ্ব ও ইউরোপের জন্য বড় কেলেঙ্কারি হলেও ইরানের জন্য তা বিশেষ কোনো ক্ষতি বয়ে আনবে না। ইরান সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু দেশটি সবসময়ই নিষেধাজ্ঞার মধ্যে থেকেও অটল থেকেছে এবং এগুলোকে সুযোগে রূপান্তরিত করেছে।”

খুতবার এক পর্যায়ে তিনি ইরানের আঞ্চলিক প্রভাব ও আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, “আজ ইরানের অবস্থান এবং বড় দেশগুলো—যেমন চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক—আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বিস্তৃত।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha