শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫ - ১৯:২৩
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ মানেই “গ্রেটার ইসরাইল প্রকল্পে” আত্মসমর্পণ

বাহরাইনের ইসলামি আন্দোলনের শীর্ষ আলেম আয়াতুল্লাহ ঈসা কাসেম ইসরাইলি দখলদার শাসনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণকে উম্মাহর প্রতি ভয়াবহ বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এ পদক্ষেপ আসলে “গ্রেটার ইসরাইল প্রকল্পে” আত্মসমর্পণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ধ্বংসের ষড়যন্ত্রে সরাসরি অংশগ্রহণের শামিল।

হাওজা নিউজ এজেন্সি: ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে আয়াতুল্লাহ কাসেম জোর দিয়ে বলেন,

”ইসরাইলের সঙ্গে প্রকাশ্য কিংবা গোপন কোনো সম্পর্ক স্থাপন কেবল আগেভাগে আত্মসমর্পণ নয়; বরং এটি শত্রুর সহায়তায় উম্মাহকে চূর্ণ করার অপকৌশলে সক্রিয় সহযোগিতা করা।” তাঁর ভাষায়, “স্বাভাবিকীকরণের মঞ্চে এটি সর্বাপেক্ষা জঘন্য বিশ্বাসঘাতকতা, যা উম্মাহ, ধর্ম ও মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন হওয়ার সমতুল্য।”

তিনি সতর্ক করে বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক বিবৃতি এবং তাঁর নৃশংস যুদ্ধ—যা যুক্তরাষ্ট্রের অন্যায্য কৌশলগত সহায়তায় পরিচালিত হচ্ছে—এটি স্পষ্টভাবে আরব ও ইসলামি বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে তাদেরকে “ইসরাইলের পূর্ণ আধিপত্য” মেনে নিতে হবে; সেটা শান্তি চুক্তির ছদ্মবেশে হোক বা যুদ্ধক্ষেত্রে। তিনি উল্লেখ করেন, “তারা যাকে গ্রেটার ইসরাইল বলছে, বাস্তবে তার পরিকল্পনা আরও ব্যাপক—যার লক্ষ্য গোটা আরব ও ইসলামি উম্মাহকে গ্রাস করা।”

বাহরাইনের এই শীর্ষ আলেম বলেন, এই যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং এর ভয়াবহ হুমকি আরব ও ইসলামি ভূমির প্রতিটি অংশকে ঘিরে ধরেছে। একইসঙ্গে এটি উম্মাহর বিশ্বস্ত ও প্রভাবশালী নেতাদের জন্যও সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিবৃতির শেষাংশে আয়াতুল্লাহ ঈসা কাসেম দোয়া করে বলেন, আল্লাহ যেন উম্মাহকে হেদায়াত দান করেন, জিহাদের পতাকার নিচে ঐক্যবদ্ধ করেন এবং শত্রুর আগ্রাসন মোকাবিলা, ধর্ম ও ভূমির সুরক্ষায় দৃঢ়তা দান করেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহর কৃপায় মুসলিম উম্মাহ মর্যাদা ও সুস্পষ্ট বিজয় অর্জন করবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha