হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
রাসূলুল্লাহর (সা) শা'নে নাশীদ্ (সংগীত)
ইয়া রাসূলাল্লাহি ওয়া ক্বুদ্ওয়াতানা
হে রাসূলুল্লাহ ! হে আমাদের বরেণ্য নেতা
লান্ নাদা'আল্ ঘর্বা ইয়ুদান্নিসুনা
আমরা কখনোই পাশ্চাত্যকে আমাদের ভাবমূর্তি ও চেহারা বিকৃত করতে দেব না
লান্ নার্ দ্ব আবাদান্ যিল্লাতানা
আমরা কখনোই অপমান ও অসম্মান মেনে নেব না
ইয়া রাসূলাল্লাহ
হে রাসূলুল্লাহ
সানুহ়াত়্ত়িমু ক্বইদা মাআসীনা
শীঘ্রই আমরা আমাদের সকল দু:খ ও বেদনার বেড়ি ভেঙে ফেলব
ওয়া নাদুক্কা হ়ুস়ূনা আ'আদীনা
আর আমরা আমাদের শত্রুদের দুর্গ সমূহ গুঁড়িয়ে দেব
ওয়া নুযামজিরু ওয়াস্ত় আ'আদীনা
আর আমাদের শত্রুদের মাঝে আমরা সিংহের মতো হুংকার দেব ও গর্জে উঠব
ইয়া রাসূলাল্লাহ
হে রাসূলুল্লাহ
রাজুলুন্ ক্বদ্ জামা'আল্ ইহ়সানা
এক অতি মহামানব (মহান রাসূলুল্লাহ) একত্রিত করেছেন যাবতীয় দয়া ও সদাচরণ (ইহ়সান্)
বিলহিকমাতি ওয়াস়স়িদক্বি আযদানা
হিকমত (প্রজ্ঞা) ও সত্যবাদিতা দিয়ে তিনি করেছেন আমাদের অশেষ উপকার ও কল্যাণ
ওয়া বিহী য্বহারাল্ হ়াক্ব্ক্বু ওয়া বানা বিরাসূলিল্লাহ্
প্রকাশিত হয়েছে তাঁর মাধ্যমেই সত্য এবং তা হয়েছে উদ্ভাসিত বিকশিত রাসূলুল্লাহর দ্বারাই
রাসূলুল্লাহর (সা) শা'নে নাশীদ (ভিডিও দেখুন)
ইয়া রাসূলাল্লাহি ওয়া ক্বুদ্ওয়াতানা
হে রাসূলুল্লাহ ! হে আমাদের বরেণ্য নেতা
লান্ নাদা'আল্ ঘর্বা ইয়ুদান্নিসুনা
আমরা কখনোই পাশ্চাত্যকে আমাদের ভাবমূর্তি ও চেহারা বিকৃত করতে দেব না
লান্ নার্ দ্ব আবাদান্ যিল্লাতানা
আমরা কখনোই অপমান ও অসম্মান মেনে নেব না
ইয়া রাসূলাল্লাহ
হে রাসূলুল্লাহ
লা নাদ্রী কাইফা তাজার্র'তুম্ ?
আমরা জানি না কিভাবে তোমরা দেখাচ্ছ এত স্পর্ধা (রাসূলুল্লাহর শা'নে এবং তার শা'নে করছ তোমরা বেয়াদবী)
ওয়া তামাদাইতুম্ বি'আদাওয়াতিনা
এবং আমাদের সাথে শত্রুতায় পীড়াপীড়ি করছ তোমরা
লা নাদ্রী কাইফা তাত়র্রক্ব্তুম্ লিরাসূলিল্লাহ্ ?!
জানি না কেমনে রাসূলুল্লাহকে অবমাননা করতে পারলে তোমরা
শুল্লাত্ আইদিন্ বিতামাদীহা
অবশ ও পঙ্গু হয়ে যাক ঐ সব হাত রাসূলুল্লাহর দিকে প্রসারিত হওয়ার জন্য ( তাঁকে অপমান ও হেয় করার জন্য )
ক্বদ্ হ়াফ়ারত্ ক্বব্রন্ ইয়াহ়্ওয়ীহা
যেগুলো করেছে নিজেদের কবরই খনন যা তাদেরকে অচিরেই করবে গ্রাস
ফীমা ক্বদ্ রসামা বিহাদীনা
আমাদের হাদী (নেতা) রাসূলুল্লাহর (ধর্মের) বিরুদ্ধে (তাদের) দাঁড়ানোর জন্য
ওয়া ক্বুলূ..বুন্ ওয়া ক্বুলূ.....বুন্ ওয়া ক্বুলূ.........বুন্
আহ্ হৃদয় সমূ..হ আহ্ হৃদয় সমূ.....হ আহ্ হৃদয় সমূ...........হ
ওয়া ক্বুলূবুন্ আবাদান্ লা তানসা
আহ্ হৃদয় সমূহ কভু ভুলবে না
ওয়া ক্বুলূবুন্ আবাদান্ লা তানসা
আহ্ হৃদয় সমূহ কভু ভুলবে না
মান্ আস়লাহ়াহা ফাঘদাত্ তুর্সা
ঐ মহাপুরুষকে (হযরত রাসূলুল্লাহকে) যিনি করেছেন ঐ সব হৃদয়কে সংশোধন (ইসলাহ) ও পরিশুদ্ধ
সাহমান্ রুমহ়ান্ সাইফান্ ক্বওসান্ লিরাসূলিলাহ্
আর তাই তারা (ঐ সব সংশোধিত ও পরিশুদ্ধ চিত্ত ও অন্তর) আজ দণ্ডায়মান
রাসূলুল্লাহর সামনে ঢালের মতো
শত্রুদের তীর,বর্শা,তরবারি ও ধনুকের বরাবরে
ইয়া ঘর্বু'তাবিরূ বিমাদ্বীনা
হে পাশ্চাত্য!আমাদের গৌরবোজ্জ্বল অতীত নিয়ে ভাব ও চিন্তা করে দেখ
কাম্ দুস্না রুঊসা আ'আদীনা
(তাহলে দেখতে পাবে যে) আমরা আমাদের কত শত্রুর মাথা যে পদতলে পিষ্ঠ করেছি
ওয়া সানামদ্বীল্ ইয়াওমা কামাদ্বীনা
আর আমাদের অতীতের মতো আজও আমরা আবার আন্দোলনে নামব
লিরাসূলিল্লাহ্ লিরাসূলিল্লাহ্
রাসূলুল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য
ইয়া ঘর্বু! সাইয়াস্ত়'উকুম্ নূরুন্
হে পাশ্চাত্য! অতিশীঘ্রই তোমাদেরকে আচ্ছন্ন করে ঘিরে ফেলবে ও ধাঁধিয়ে দেবে এমন এক নূরের দ্যুতি
ক্বদ্ আশ্ র ক্ব ফওক্বা রাওয়াবীনা
যা উদিত হয়েছে আমাদের উঁচু উঁচু পর্বত শৃঙ্গ'পরি
লান্ ইয়াব্ ক্বল্ ইসলামু সাজীনান্
ইসলাম আর কখনোই থাকবে না আবদ্ধ ও বন্দি
ইয়া রাসূলাল্লাহ! ইয়া রাসূলাল্লাহ!
হে রাসূলুল্লাহ! হে রাসূলুল্লাহ!
ক্বুদ্ওয়াতানা (হে আমাদের বরেণ্য নেতা) ...
অনুবাদ: মুহাম্মদ মুনীর হুসাইন খান
আপনার কমেন্ট