হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাদিক (আ.) বলেছেন,
إنّ البِرَّ و حُسنَ الخُلقِ یَعْمُرانِ الدِّیارَ، و یَزیدانِ فی الأعْمارِ
নিশ্চয়ই সদকর্ম ও সুন্দর আচার-ব্যবহার ঘরবাড়িকে সমৃদ্ধ করে এবং জীবনের আয়ু বৃদ্ধি করে।
[বিহারুল আনওয়ার খন্ড- ৭১, পৃষ্ঠা- ৩৯৫, হাদীস- ৭৩]
এ হাদীস আমাদের শিক্ষা দেয় যে, জীবনের প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে নৈতিকতা, সদাচার এবং সৌজন্যমূলক আচরণে। কেবল সম্পদ বা ভৌত অর্জন নয়, বরং আন্তরিক সদাচারই ঘরকে সুখময় করে তোলে এবং জীবনে প্রকৃত শান্তি ও দীর্ঘায়ুর বরকত নিয়ে আসে।
আপনার কমেন্ট