বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ - ১০:৩০
ঐক্যই মুসলিম উম্মাহর শক্তি: ইসলামি ঐক্য সপ্তাহে আরাকচি

মিলাদুন্নবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত ৩৯তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিশ্ব মুসলমানদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন এখন বুঝে গেছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক সমাধান নেই, এবং উম্মাহর প্রকৃত শক্তি নিহিত রয়েছে ঐক্য ও সংহতিতে।

হাওজা নিউজ এজেন্সি: আরাকচি বলেন, ইসরাইল ভুল ভেবেছিল যে আকস্মিক আক্রমণের মাধ্যমে ইরানকে পিছু হটানো সম্ভব, যা তাদের বড় কৌশলগত ভুল প্রমাণিত হয়েছে। তাঁর ভাষায়, “ন্যায্য কূটনীতি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপই একমাত্র পথ। ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই আলোচনার টেবিল ছাড়েনি।”

জাতীয় ঐক্যের শিক্ষা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ১২ দিনের আরোপিত যুদ্ধ প্রমাণ করেছে—দেশ রক্ষার ক্ষেত্রে শিয়া-সুন্নি, আরব-ফারসি কোনো ভেদাভেদ নেই; বরং সবাই অভিন্ন পরিচয় ইরান–এর পতাকার নিচে একতাবদ্ধ হয়েছে। এটি মুসলিম উম্মাহর ঐক্যের বাস্তব চিত্র।

ফিলিস্তিন ও গাজার প্রসঙ্গ
আরাকচি গাজার মানবিক পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “জায়নিস্ট শাসন ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মানুষ যখন খাদ্যের জন্য সংগ্রাম করছে, তখন তাদের ওপর হামলা চালানো হচ্ছে—এটি অকল্পনীয় যুদ্ধাপরাধ।”

তিনি দুঃখ প্রকাশ করেন যে ইসলামি বিশ্ব এসব অপরাধের যথাযথ জবাব দিতে পারেনি। তাঁর সতর্কবাণী—এই হুমকি শুধু ফিলিস্তিনেই সীমাবদ্ধ নয়, তা লেবানন, সিরিয়া ও ইরানেও প্রভাব ফেলছে।

ঐক্যের অপরিহার্যতা
আরাকচি আরও বলেন, এখন আঞ্চলিক দেশগুলো স্পষ্টভাবে উপলব্ধি করছে যে জায়নিস্ট ষড়যন্ত্র গোটা ইসলামি উম্মাহকে লক্ষ্য করছে। তারা বিভাজন, দুর্বলতা ও অবক্ষয় চায় এবং প্রকাশ্যে “গ্রেটার ইসরাইল” ধারণা সামনে এনেছে।

পরিশেষে তিনি আহ্বান জানান, বিশ্বের ১.৫ বিলিয়ন মুসলমান যদি সত্যিকারের ঐক্যবদ্ধ হয়, তবে তারা বিপুল শক্তি হিসেবে ইসলামি বিশ্বের অগ্রগতি, উন্নয়ন ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha