মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ - ১৯:০৩
আমেরিকানরা শুধু মুখের কথা বলে, প্রকৃত আলোচনায় বসে না: লারিজানি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা ইরান কখনোই বন্ধ করেনি; তবে আমেরিকারাই কেবল মুখের কথা বলে, আসল আলোচনার টেবিলে বসে না। বরং তারা বিতর্কিত বিষয় সামনে এনে আলোচনার শুরুতেই বাধা সৃষ্টি করে।

হাওজা নিউজ এজেন্সি: লারিজানি তাঁর এক্স (X) অ্যাকাউন্টে লিখেছেন: “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে; কিন্তু আমেরিকারাই শুধু কথার কথা বলে, আলোচনায় আসে না।”

তিনি আরও বলেন, আমেরিকানরা অন্যায়ভাবে ইরানকেই আলোচনায় না বসার জন্য দায়ী করছে।

এদিকে SNSC সেক্রেটারি জোর দিয়ে বলেন, “আমরা অবশ্যই যৌক্তিক আলোচনা করি। কিন্তু তারা যখন ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতার মতো অবাস্তব বিষয় সামনে আনে, তখন তা আসলে আলোচনার পথকে অচল করে দেওয়ার শামিল।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha