হাওজা নিউজ এজেন্সি: প্রখ্যাত আলেম ও চিন্তাবিদ মরহুম আয়াতুল্লাহ মিসবাহ ইয়াজদি তাঁর এক বক্তৃতায় “ইসলামী ইরানের মর্যাদা ও সম্মান” প্রসঙ্গে বলেন, “আজকের ইসলামী ইরান যে সম্মান ও মর্যাদা বিশ্বে অর্জন করেছে, তা আমরা অনেক সময় ঠিকমতো উপলব্ধি করতে পারি না। দেশের সীমানা পেরিয়ে বিশ্ব রাজনীতির দিকে তাকালে বোঝা যায়—বড় বড় বিশ্বশক্তি আমাদের নিয়ে কীভাবে চিন্তা করে। লক্ষ্য করুন, তারা কত অর্থ, কত মানবসম্পদ এবং কত বুদ্ধি-শক্তি ব্যয় করেছে শুধু এই ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা ও মর্যাদাকে আঘাত করার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ, তারা এখনও সফল হয়নি এবং ইনশাআল্লাহ কখনো সফলও হবে না।”
মর্যাদা টিকিয়ে রাখার মূল শর্ত
আয়াতুল্লাহ মিসবাহ ইয়াজদি সতর্ক করে বলেন, “এই মর্যাদা টিকে থাকার জন্য আমাদের অবশ্যই নিজেদের মূল নীতি ও পরিচয়ের প্রতি অনুগত থাকতে হবে। যদি কোনোভাবে শত্রুরা আমাদের চিন্তা-চেতনা পরিবর্তন করতে পারে, ঈমান কেড়ে নেয় এবং সাফল্যের রহস্য আমাদের হাত থেকে ছিনিয়ে নেয়, তবে এই ব্যবস্থার স্থায়িত্বের আর কোনো নিশ্চয়তা থাকবে না।
আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ইসলামী সমাজকে রক্ষা করবেন, তবে শর্ত হলো—আমরা যেন তাঁর দ্বীনকে সহায়তা করি। তখনই আল্লাহর সাহায্য আমাদের অন্তর্ভুক্ত হবে।”
আপনার কমেন্ট