হাওজা নিউজ এজেন্সি: বৃহস্পতিবার রাতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোন আলাপে আরাকচি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)-এর আওতায় তার জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জাতিসংঘ ও এর সদস্য দেশগুলোকে আহ্বান জানান, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় চালানো অবৈধ হামলার বিরুদ্ধে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেওয়ার জন্য।
আরাকচি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ইরানের সহযোগিতা এবং পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত দায়বদ্ধতা সম্পর্কে গঠনমূলক আলোচনা উল্লেখ করেন। তিনি জোর দেন, ইউরোপীয় দেশগুলো ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা এ অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া এবং সমর্থন করা প্রয়োজন।
আরাকচি ফিলিস্তিনে চলমান মানবিক সংকটের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি ইসরায়েলের হাতে সংঘটিত গণহত্যাকে বৈশ্বিক উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে নিন্দা জানান এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আরাকচি কাতারে ইসরায়েলি সন্ত্রাসী হামলারও নিন্দা জানান। মঙ্গলবার, ইসরায়েলি যুদ্ধবিমান হামাস আন্দোলনের সদর দফতরে বিমান হামলা চালায়। ইসরায়েলি গণমাধ্যম এটি “হত্যা অভিযান” হিসেবে বর্ণনা করেছে। জানা গেছে, ওই সময় হামাস নেতারা গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব নিয়ে বৈঠক করছিলেন।
আপনার কমেন্ট