শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫ - ১৪:৩৯
'ওয়াহদাত সপ্তাহ' উপলক্ষে সৈয়দ রাশাদাত আলী আল কাদেরীর বিশেষ বিবৃতি

কাদেরিয়া সংগঠনের সভাপতি ও পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সৈয়দ রাশাদাত আলী আল কাদেরী।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ১২ সেপ্টেম্বর ২০২৫, কাদেরিয়া সংগঠনের সভাপতি ও পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সৈয়দ রাশাদাত আলী আল কাদেরী সম্প্রতি 'ওয়াহদাত সপ্তাহ' উপলক্ষে ইরান সফর করেছিলেন। এই সফরে তিনি মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা ও গুরুত্বের ওপর বিশেষ বক্তব্য প্রদান করেন।

তিনি জোর দিয়ে বলেন, মুসলিম সমাজ বিভক্ত অবস্থায় কখনোই প্রকৃত গন্তব্যে পৌঁছাতে পারবে না। উম্মাহর ঐক্যই একমাত্র পথ, যা আমাদের সম্মিলিত শক্তিকে সুসংহত করবে এবং ইসলামের সত্য ও শান্তির বার্তাকে বিশ্বমঞ্চে সঠিকভাবে তুলে ধরবে।

সৈয়দ রাশাদাত আলী আল কাদেরী আরও উল্লেখ করেন, ভেদাভেদ ও বিভাজনের পরিবর্তে মুসলিম উম্মাহকে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের ভিত্তিতে এগিয়ে আসতে হবে। কেবল ঐক্য ও সংহতির মাধ্যমেই মুসলিম সমাজ সামগ্রিক উন্নতি ও মর্যাদা অর্জন করতে সক্ষম হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha