হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) সতর্ক করে বলেছেন,
اِنَّ الله لایَرفَعُ اِلَیهِ دُعاءَ عَبدٍ فی بَطنِهِ حرامٌ أَو عِندَهُ مَظلِمةٌ لِأَحَدٍ مِن خَلقِه
নিশ্চয়ই আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন না, যার পেটে হারাম খাদ্য রয়েছে বা যার ঘাড়ে মানুষের হক বাকি আছে।
[বিহারুল আনওয়ার, খণ্ড ৯৩, পৃষ্ঠা ৩২১]
এ হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে দোয়া কবুলের জন্য অন্তরের আন্তরিকতা যথেষ্ট নয়; বরং হালাল উপার্জন, অন্যায়ের পরিহার এবং মানুষের হক যথাযথভাবে আদায় করাও অপরিহার্য শর্ত। তাই দোয়ার প্রভাবশীলতা অর্জনে জীবনকে হালাল ও ন্যায়ের পথে পরিচালিত করা অপরিহার্য।
আপনার কমেন্ট