শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ - ১৯:৪৪
কোমে জামাত-ই-ইসলামী হিন্দ ও কাদেরিয়া সংগঠনের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ

আয়াতুল্লাহ মোহাম্মদী ইয়াজদির সঙ্গে সাক্ষাৎ করেন জামাত-ই-ইসলামী হিন্দের সহ-সভাপতি মালিক মোতাসিম খান এবং কাদেরিয়া সংগঠনের সভাপতি ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সৈয়দ রাশাদাত আলী আল কাদেরী।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র কোম শহরে ইমাম খোমেনী (রহ.)-এর বাড়িতে তাঁর একজন বিশিষ্ট শিষ্যে আয়াতুল্লাহ মোহাম্মদী ইয়াজদির সঙ্গে সাক্ষাৎ করেন জামাত-ই-ইসলামী হিন্দের সহ-সভাপতি মালিক মোতাসিম খান এবং কাদেরিয়া সংগঠনের সভাপতি ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সৈয়দ রাশাদাত আলী আল কাদেরী।

সাক্ষাতের সময় ইমাম খোমেনীর শিষ্য ঈমাম খোমেনীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন কীভাবে ইমাম খোমেনীকে ইরান ছাড়তে বাধ্য করা হয়েছিল, এরপর তাঁর ইরাকে বসবাস, এবং সে সময়কার রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতি।

এছাড়াও আলোচনায় সমসাময়িক বিশ্বে মুসলিম উম্মাহর চ্যালেঞ্জ, ইসলামী ঐক্যের প্রয়োজনীয়তা এবং ইমাম খোমেনীর চিন্তা-চেতনার প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করা হয়।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ ইমাম খোমেনীর সংগ্রামী জীবন থেকে শিক্ষা গ্রহণ এবং মুসলিম সমাজের কল্যাণে তা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha