সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:৪৫
গাজায় গণহত্যা নিয়ে পশ্চিমাদের নীরবতা মানবাধিকার দাবির ভণ্ডামি উন্মোচন করেছে

আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম আলী আব্বাসি বলেছেন, গাজায় নারী, শিশু ও প্রবীণদের নির্মম হত্যাযজ্ঞ নিয়ে যেসব দেশ নিজেদের মানবাধিকার রক্ষক বলে দাবি করে তাদের নীরবতা প্রমাণ করেছে যে আধুনিক বস্তুবাদী সভ্যতা ঈশ্বরীয় শিক্ষার থেকে বিচ্ছিন্ন এবং ভেতরে ভেতরে গভীর বৈপরীত্যে আক্রান্ত।

হাওজা নিউজ এজেন্সি: কোমে অবস্থিত ইসলামী মানববিদ্যা উচ্চশিক্ষা কমপ্লেক্সের নতুন শিক্ষাবর্ষ উদ্বোধনকালে আলী আব্বাসি রবিউল আউয়াল মাস ও ঐক্য সপ্তাহের আগমনে শুভেচ্ছা জানান এবং ইসলামী বিপ্লব, পবিত্র প্রতিরক্ষা ও ইসলামি প্রতিরোধের শহিদদের স্মরণ করেন।

তিনি জোর দিয়ে বলেন, ইসলাম জ্ঞান ও শিক্ষকের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। বিশ্বাস ও বুদ্ধি পরস্পর অবিচ্ছেদ্য—কোরআন জ্ঞানের প্রতি যে উৎসাহ দিয়েছে, সেটিই ছিল ইসলামী সভ্যতার ভিত্তি, যা একসময় মুসলমানদেরকে বিশ্ব জ্ঞানের অগ্রদূত বানিয়েছিল।

পশ্চিমা সভ্যতার দ্বিচারিতা
আব্বাসি সতর্ক করে বলেন, নবীদের শিক্ষার থেকে মানবজাতিকে সচেতনভাবে দূরে সরিয়ে দেওয়ার ফলেই ঔপনিবেশিকতা, জাতির শোষণ এবং আধুনিক বর্বরতা—যা অগ্রগতির মুখোশে আড়াল করা—প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, আজকের পশ্চিমা শক্তিগুলোর মানবাধিকার রক্ষার দাবি আসলে এক প্রহসন। গাজায় হাজারো নিরীহ মানুষের রক্ত ঝরছে, অথচ তারা নীরব; কিন্তু তুচ্ছ বিষয় নিয়েও তারা উচ্চস্বরে চিৎকার করে।

ইসলামের প্রতি শত্রুতা ও করণীয়
ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আব্বাসি ব্যাখ্যা করেন যে, বস্তুবাদী সভ্যতার প্রকৃত ইসলামের প্রতি শত্রুতার মূল কারণ হলো ইসলামের সম্ভাব্য সভ্যতাগত নেতৃত্বের ভয়। তিনি ইসলামী বৈজ্ঞানিক কেন্দ্রগুলোকে বিশেষত মানববিদ্যার ক্ষেত্রে ঈশ্বরীয় শিক্ষার প্রচারে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান, যাতে জাতিসমূহকে দুর্বল করার বিশ্বব্যাপী ষড়যন্ত্র ব্যর্থ করা যায়।

ইসলামী সভ্যতার পুনর্জাগরণের আশা
শেষে আব্বাসি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে ইসলামী সভ্যতার পুনর্জাগরণের এই আন্দোলন বিশ্বজুড়ে বিস্তৃত হবে এবং শেষ পর্যন্ত ন্যায়পরায়ণ ঈশ্বরের বান্দাদের বিজয় ঘটবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha