সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ - ১৫:৪১
ধর্মীয় আলোচনায় শালীনতা ও ঐক্যের ওপর জোর

আয়াতুল্লাহ কাজবীনি, আল্লামা মুতাহহারীর উক্তি উপস্থাপন করে বলেন, সত্য তুলে ধরার ক্ষেত্রে প্রত্যেকে তাদের মতাদর্শ প্রকাশ করতে পারে। 

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ কাজবীনি, আল্লামা মুতাহহারীর উক্তি উপস্থাপন করে বলেন, সত্য তুলে ধরার ক্ষেত্রে প্রত্যেকে তাদের মতাদর্শ প্রকাশ করতে পারে। 
আমীরুল মুমিনীন (আ.)-এর সত্যতা যেমন উপস্থাপন করা হয়, তেমনি আহলে সুন্নাতের দলিলও আলোচনায় স্থান পেতে পারে। তবে এসব দলিলকে সমালোচনার সময় শালীনতা ও বৈজ্ঞানিক যুক্তি অনুসরণ করাই মূল লক্ষ্য হওয়া উচিত।

তিনি আরও বলেন, যদি অন্য পক্ষও একইভাবে আমাদের বিশ্বাস নিয়ে শালীন ও বৈজ্ঞানিক সমালোচনা করে, তবে সেটিকে স্বাগত জানানো হবে। 
তবে এমন কিছু করা ঠিক নয় যা আবেগ, অন্ধসংযোগ বা বিদ্বেষকে উসকে দেয়। কারণ প্রকৃত বৈজ্ঞানিক আলোচনা যুক্তি ও প্রজ্ঞার ভিত্তিতে হওয়া উচিত, আবেগ বা অনুভূতির ওপর নয়।

এ প্রসঙ্গে শহীদ মুতাহহারীর বক্তব্যকে চূড়ান্ত নির্দেশনা হিসেবে উল্লেখ করা হয়। তিনি বলেন, কোরআন যেমন ঐক্যের আহ্বান জানিয়েছে, ইমামগণ (আ.) ছিলেন সেই ঐক্যের প্রচারক। বিশেষ করে আমীরুল মুমিনীন (আ.) ছিলেন ঐক্যের মহান দিশারি। তাই প্রশ্ন হলো, এই ঐক্য দ্বারা আসলে কী বোঝানো হয়েছে?

আপনার কমেন্ট

You are replying to: .
captcha