শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ - ১০:০০
জমি দখলকারীদের জন্য ভয়ানক সতর্কবার্তা

অন্যের হক নষ্ট করা ইসলামে বড় গুনাহ। বিশেষত কারও জমি বা ভূমি অবৈধভাবে দখল করার বিষয়ে পবিত্র হাদিসে ভয়ানক সতর্কতা এসেছে।

হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,

مَن أَخَذ أَرضاً بِغیرِ حَقٍّ کُلِّفَ أَنْ یَحمِلَ تُرابَها إلی المَحشَرِ

যে ব্যক্তি অন্যের জমি অবৈধভাবে দখল করবে, কিয়ামতের দিন তাকে সেই জমির মাটি কাঁধে তুলে মাহশারের ময়দানে বহন করতে বাধ্য করা হবে।

[তাহযীবুল আহকাম, খণ্ড- ৭, পৃষ্ঠা- ১৩১]

এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার অবৈধ ভোগ দখল হয়তো অস্থায়ী সুবিধা এনে দিতে পারে, কিন্তু আখেরাতে এর জন্য কঠিন জবাবদিহি ও শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং ন্যায়সংগত হক-অধিকার রক্ষা করা এবং অন্যের সম্পত্তি থেকে বিরত থাকা প্রতিটি মুসলমানের দায়িত্ব।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha