









ঢাকায় কবি নজরুল ইনস্টিটিউটে ১৫০০তম ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাশায়েখ কাউন্সিলের আয়োজনের “মেহফিল-এ-মুস্তাফা (সা.)” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন খানকাহ ও দরবারের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সুফি স্কলাররা অংশগ্রহণ করেন। মাহফিলে নবীজির (সা.) জীবন ও ইসলামী মূল্যবোধের ওপর আলোচনার পাশাপাশি যুব সমাজকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরা হয়।
আপনার কমেন্ট