সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ - ১৮:২১
খুলনায় মিলাদুন্নবী (সা.) সেমিনার: শিয়া-সুন্নির ঐক্য ও ভ্রাতৃত্বের অনন্য নজির

খুলনা সম্মিলিত ওলামায়ে কেরাম-এর আয়োজনে মহানবী হযরত মুহাম্মাদ মুস্তফা (সা.)-এর ১৫০০তম বেলাদাত বার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য সেমিনারের আয়োজন করা হয়।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের মহামান্য রাহবারের বাংলাদেশের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ড. সাই্যেয়দ মাহদী আলীজাদে মুসাভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানী কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী এবং ইসলামি শিক্ষা কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সুন্নি আলেম মাওলানা ইব্রাহিম ফায়জুল্লাহ সাহেব।

সেমিনারে বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ, মানবতার প্রতি তাঁর অশেষ দয়া ও শান্তির বাণী তুলে ধরেন। তারা শিয়া-সুন্নি ঐক্য, মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন। বক্তাদের মতে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই মুসলিম জাতি বিশ্বে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

অনুষ্ঠানটি সমগ্র মুসলিম সমাজে নবীজীর শিক্ষা ও আদর্শকে নতুনভাবে উপলব্ধি করার পাশাপাশি শিয়া-সুন্নি ভ্রাতৃত্বকে আরো সুদৃঢ় করার আহ্বান জানিয়ে শেষ হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha