বুধবার ২৪ সেপ্টেম্বর ২০২৫ - ২০:৫৯
রাজশাহীতে সুন্নি আলেমদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধির সাক্ষাৎ, মুসলিম ঐক্যের আহবান

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনায়ীর দফতরের বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. আলীজাদেহ মুসাভী রাজশাহী সফরে শিয়া ও সুন্নি আলেমদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি তুলে ধরে উম্মাহর মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন।

হাওজা নিউজ এজেন্সি: সফরের শুরুতে তিনি ইরানের বিশ্বখ্যাত দ্বীনি বিশ্ববিদ্যালয় আল মুস্তফা’র (সা.) তত্ত্বাবধানে পরিচালিত মুহাম্মাদ আমিন (সা.) মাদ্রাসা পরিদর্শন করেন। পরে রাজশাহী শিয়া মসজিদে মুমিনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এরপর তিনি রাজশাহী জেলার বৃহৎ আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও মুফাসসিরদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে তিনি বলেন, “আমি আপনাদের সাক্ষাত লাভ করতে পেরে অত্যন্ত আনন্দিত।” এ সময় তিনি বক্তাদের আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং ইরান, ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তাঁর সফরসঙ্গী ড. আব্দুল কুদ্দুস বাদশা এ সভায় রবিউল আওয়াল মাসের গুরুত্ব তুলে ধরেন এবং জ্ঞান ও সভ্যতা বিকাশে মুসলমানদের ঐতিহাসিক অবদান নিয়ে আলোচনা করেন। একইসাথে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলমানদের অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে ঐক্য ও ভ্রাতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

রাজশাহী আলিয়া মাদ্রাসার প্রধান ও শিক্ষকগণ বর্তমান বিশ্বে ইরানের অগ্রণী ভূমিকা ও রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে আলোকপাত করেন এবং মুসলিম ভ্রাতৃত্ব ও ঐক্যের অপরিহার্যতা তুলে ধরেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha