হাওজা নিউজ এজেন্সি: ইমাম মূসা কাজিম (আ.) এক হৃদয়স্পর্শী হাদীসে স্বামী-স্ত্রীর পারস্পরিক মমতা ও যত্নের মূল্য তুলে ধরেছেন।
ইমাম মূসা কাজিম (আ.) বলেন,
ما مِنِ امرَأَةٍ تَسقی زَوجَها شَربَةً مِن ماءٍ اِلاّ کانَ خَیراً لَها مِن عِبادَةِ سَنةٍ
যে নারী তার স্বামীকে এক ঢোক পানি পান করায়, তার এই সামান্য কাজের প্রতিদান এক বছরের ইবাদতের চেয়েও উত্তম।
[ওয়াসায়েলুশ শিয়া, খণ্ড ২০, পৃষ্ঠা ১৭২]
এই হাদীস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, দাম্পত্য জীবনে ভালোবাসা, যত্ন ও সহানুভূতির ছোট ছোট প্রকাশও আল্লাহর নিকট বিশাল পুরস্কারের যোগ্য। ইসলামে পারস্পরিক স্নেহই পরিবার ও সমাজের প্রকৃত ভিত্তি।
আপনার কমেন্ট