হাওজা নিউজ এজেন্স: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—
ثَلاثٌ حَقٌّ عَلی كُلِّ مُسلِمٍ: اَلغُسلُ یَومَ الجُمُعَةِ، وَ السِّواکُ، وَ الطِّیبُ
তিনটি বিষয় প্রত্যেক মুসলমানের ওপর কর্তব্য: শুক্রবার গোসল করা, মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা।
এই হাদীসের মাধ্যমে নবী করিম (সা.) ইসলামী জীবনের সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও আত্মিক সতেজতার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। শুক্রবারের দিনে শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রাখা মুসলমানের ইমানি দায়িত্ব হিসেবে বিবেচিত।
সূত্র: নাহজুল ফাসাহা, পৃষ্ঠা ৪১৪, হাদীস নং ১২৫৬
আপনার কমেন্ট