রবিবার ১৯ অক্টোবর ২০২৫ - ১০:৪১
জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায়!

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) মানুষকে অপরের ভুল ও গুনাহ ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তা আল্লাহর আযাব থেকে মুক্তি লাভের কারণ হিসেবে বর্ণনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
تَجاوَزوا عَن ذُنوبِ النّاسِ یَدفَعِ اللّهُ عَنکُم بِذلکَ عَذابَ النّارِ.
“তোমরা মানুষের গুনাহ (অপরাধ ও ত্রুটি) ক্ষমা করো; আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করে দেবেন।”

[তানবিহুল খাওয়াতের, খণ্ড ২, পৃষ্ঠা ১২০]

অর্থাৎ, অপরের প্রতি সহনশীলতা ও ক্ষমাশীল আচরণ শুধু মানবিক সৌন্দর্যের নিদর্শনই নয়, বরং এটি আল্লাহর রহমত ও পরকালীন মুক্তির অন্যতম মাধ্যম। যে ব্যক্তি অন্যের ত্রুটি উপেক্ষা করে ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলাও তার প্রতি করুণা বর্ষণ করেন এবং তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha