হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
تَجاوَزوا عَن ذُنوبِ النّاسِ یَدفَعِ اللّهُ عَنکُم بِذلکَ عَذابَ النّارِ.
“তোমরা মানুষের গুনাহ (অপরাধ ও ত্রুটি) ক্ষমা করো; আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করে দেবেন।”
[তানবিহুল খাওয়াতের, খণ্ড ২, পৃষ্ঠা ১২০]
অর্থাৎ, অপরের প্রতি সহনশীলতা ও ক্ষমাশীল আচরণ শুধু মানবিক সৌন্দর্যের নিদর্শনই নয়, বরং এটি আল্লাহর রহমত ও পরকালীন মুক্তির অন্যতম মাধ্যম। যে ব্যক্তি অন্যের ত্রুটি উপেক্ষা করে ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলাও তার প্রতি করুণা বর্ষণ করেন এবং তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন।
আপনার কমেন্ট