হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, লেবাননের জোসেফ আওন সরকার গতকাল শনিবার (১৮-১০-২০২৫) জানিয়েছে যে হিযবুল্লাহকে নিরস্ত্র করার ইচ্ছা ও অভিপ্রায় তাদের (লেবানন সরকার) নেই। তবে লেবানন সরকার হিযবুল্লাহকে নিয়ন্ত্রণ ও এর অস্ত্রভাণ্ডার ফ্রিজ করার চেষ্টায় আছে!!!!" (দ্রঃ দুনিয়ায় এ একতেসদ)
এ সংবাদ সংক্রান্ত কিছু কথা:
ইসরাইল দুই মাস যুদ্ধ করেও হিযবুল্লাহকে পরাজিত, এর সামরিক শক্তি ও যুদ্ধ করার সক্ষমতা ধ্বংস,দক্ষিণ লেবানন থেকে লিতানী নদী বরাবর উচ্ছেদ ও বহিষ্কৃত এবং একে নিরস্ত্র করতে পারে নি বলেই তো লেবাননে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর সহায়তায় মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র),ফাজুরা (ফ্রান্স) ও ইসরাইল জোযেফ আওনের পাশ্চাত্য পন্থী সরকারকে ক্ষমতায় বসিয়ে সেই সরকার দিয়েই হিযবুল্লাহকে নিরস্ত্র করার চেষ্টা করেছে (এবং এখনও তা করে যাচ্ছে) কিন্তু এ পর্যন্ত তারা সফল হয় নি। রণাঙ্গনে ব্যর্থ হয়ে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র),যুরা(যুক্তরাজ্য)ফাজুরা (ফ্রান্স), ইসরাইল এবং সৌদি ও উপসাগরীয় দালাল খায়েন (মুনাফিক ও বিশ্বাস ঘাতক) আরব দেশগুলো লেবাননীদের দিয়ে হিযবুল্লাহকে নিরস্ত্র করার প্রক্রিয়া শুরু করে যা আসলে কাঁটা দিয়ে কাঁটা তোলার পদ্ধতি ও প্রক্রিয়া। লক্ষ্যণীয় যে রণাঙ্গনে হিযবুল্লাহকে পরাজিত ও ধ্বংস করার ক্ষেত্রে ইসরাইলের ব্যর্থতা ও দুর্দশার ভয়াল চিত্র ইসরাইলী সংবাদ পত্র Ynet-এ স্পষ্ট প্রতিফলিত হয়েছে:"৫০০০০ সৈন্য মোতায়েন করেও ইসরাইল ৪ সপ্তাহ ধরে যুদ্ধ করেও দক্ষিণ লেবাননের একটি গ্রামও দখল করতে পারে নি বরং ব্যর্থ হয়েছে।"
হিযবুল্লাহকে নিরস্ত্র করার ইচ্ছা ও অভিপ্রায় তাদের নেই
আর তাই অবশেষে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র),যুরা (যুক্তরাজ্য),ফাজুরা (ফ্রান্স),গাজুরা(জার্মানি বা গের্মানিয়া) অর্থাৎ পশ্চিমারা ও ইসরাইল তাদের শেষ অথচ সবচেয়ে ধারাল মারণাস্ত্র কূটনীতির আশ্রয় নিয়ে হিযবুল্লাহকে কাবু ও দুর্বল করার চেষ্টা করছে এবং নিরস্ত্রীকরণের দায়-দায়িত্ব লেবাননের নয়া পাশ্চাত্য পন্থী জেনারেল জোযেফ আওন সরকারের ওপর চাপিয়েছে বহু মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে এবং টোপ দিয়ে। কিন্তু লেবানন সরকার প্রায় দীর্ঘ বছরকাল ধরে চেষ্টা করার পর গতকাল (শনিবার ১৮-১০-২০২৫) বলেছে যে "হিযবুল্লাহকে নিরস্ত্র করার ইচ্ছা তাদের (লেবানন সরকার) নেই বরং লেবানন সরকার এ দলটিকে নিয়ন্ত্রণ ও এর অস্ত্রভাণ্ডার ফ্রিজ করার তালেই আছে !!!"
ইসরাইল যদি যুদ্ধ করে হিযবুল্লাহকে নিরস্ত্র করতে পারত তাহলে এ থেকে এক বিন্দুও পিছপা হত না। কিন্তু ইসরাইল তা করতে পারে নি। তাই হিযবুল্লাহর রণশক্তি খর্ব ও দুর্বল এবং নিরস্ত্র করতে ইসরাইল ও মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) বশংবদ এজেন্ট ও অনুগত দাস ও ভৃত্যদের (লেবানন সরকার, সৌদি আরব ও উপসাগরীয় আরব দেশগুলো) কাজে লাগিয়েছে ও ব্যবহার করেছে যা এখন পর্যন্ত সফল হয় নি।
রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান
আপনার কমেন্ট