হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
مَن عَفا عَن مَظلِمَةٍ أبدَلَهُ اللّه ُ بِها عِزّا فی الدّنیا و الآخِرَةِ
“যে ব্যক্তি তার প্রতি সংঘটিত কোনো জুলুম বা অন্যায় ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা সেই ক্ষমার বিনিময়ে তাকে দুনিয়া এবং পরকালেও সম্মান ও মর্যাদা দান করেন।”
[আমালী তূসী, পৃষ্ঠা ১৮২, হাদীস ৩০৬]
আপনার কমেন্ট