বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ - ১৮:৩২
আইএইএ প্রধানকে আরাকচির হুঁশিয়ারি: ব্যর্থ নীতির পুনরাবৃত্তি করবেন না

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে হুমকি দেওয়া পদ্ধতি অতীতে যেমন ব্যর্থ হয়েছে, তা পুনরাবৃত্তি করলে ফল একই হবে।

হাওজা নিউজ এজেন্সি: দেশটির মাশহাদে “প্রাদেশিক কূটনীতি” বিষয়ক এক সম্মেলনের বাইরে সাংবাদিকদের সামনে তিনি গ্রোসির সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “আমি জানি না—তিনি উদ্বেগ থেকেই এই মন্তব্যগুলো করেছেন নাকি একধরনের হুমকি হিসেবে। তবে যারা এ রকম হুমকি দেয়, তাদের জানা উচিত: একই ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি কেবল নতুন বেকারত্বই বয়ে আনবে।”

এই মন্তব্যে তিনি রেফার করেছেন গ্রোসির বুধবার জেনেভা সলিউশনস-কে দেওয়া এক সাক্ষাৎকারকে। সেখানে আইএইএ প্রধান ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

গ্রোসি ওই সাক্ষাৎকারে বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের গত জুনে পরিচালিত হামলায় ইরানের কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা—ইসফাহান, নাতাঞ্জ এবং ফোর্দো—গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবু, ট্রাম্পের “সম্পূর্ণ ধ্বংস” আরোপিত বর্ণনা তিনি মেনে নেননি এবং যোগ করেছেন যে ইরানের প্রযুক্তিগত সক্ষমতা বিলুপ্ত হয়নি। তাঁর কথায়, সেন্ট্রিফিউজগুলো পুনর্গঠনযোগ্য এবং ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণও নজিরহীন নয়।

“ইরানের কাছে প্রায় ৪০০ কিলোগ্রাম ৬০% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে—যা অস্ত্রমানের খুব কাছাকাছি। যদি তারা আরও এক ধাপ এগোয়, তাহলে প্রায় দশটি পারমাণবিক বোমার উপাদান তৈরি হওয়ার মতো পরিমাণ দাঁড়াতে পারে। তবে আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে তেহরান অস্ত্র তৈরির উদ্দেশ্য রাখে। সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পরিদর্শন পুনরায় শুরু করা জরুরি; আমাদের ধারণা অধিকাংশ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ইসফাহান, নাতাঞ্জ ও ফোর্দোতেই রয়েছে।”

আরাকচির মন্তব্য—যেমনটি উপরের বক্তব্য থেকে প্রতীয়মান—তেহরানের পক্ষ থেকে আন্তর্জাতিক চাপ ও হুমকিকে প্রত্যাখ্যান এবং রাষ্ট্রের সার্বভৌম স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখার ইঙ্গিত বহন করে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha