হাওজা নিউজ এজেন্সি: লেবাননের গণমাধ্যম সূত্রে জানা গেছে, হামলাগুলো বেকা প্রদেশের পার্বত্য অঞ্চলে, বিশেষ করে শামস্তার, তারিয়া ও নবী শীত এলাকার আশপাশে সংঘটিত হয়। ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন এসব এলাকায় একাধিক দফায় বোমাবর্ষণ করে।
আল-মায়াদিন-এর প্রতিবেদনে বলা হয়েছে, শামস্তার শহরের একটি বিদ্যালয়ে বিমান হামলার ফলে কাচের টুকরো পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। একই সূত্রে জানা যায়, ওই এলাকায় ইসরায়েলি হামলায় দুইজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।
এদিকে, লেবাননের রাজধানী বৈরুত এবং আরও বেশ কিছু অঞ্চলের আকাশে ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন টহল দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।
লেবাননের বিশ্লেষকরা জানিয়েছেন, গাজা উপত্যকায় চলমান নাজুক যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল লেবাননের ভেতরে আগ্রাসন বাড়াচ্ছে, যা আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলছে।
আপনার কমেন্ট