শনিবার ২৫ অক্টোবর ২০২৫ - ১৪:৪৯
আমি ইহুদি, কিন্তু অন্যায়ের পক্ষে নই: আইপ্যাকের কড়া সমালোচনায় বার্নি স্যান্ডার্স

আমেরিকার প্রভাবশালী ইহুদি রাজনীতিক ও সিনেটর বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইসরায়েলি লবি আইপ্যাক (AIPAC)-কে এক “অতিধনী অলিগার্কি” হিসেবে আখ্যায়িত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: বার্নি স্যান্ডার্সের মতে, এই লবি মার্কিন জনগণের স্বার্থের পরিপন্থী কাজ করছে এবং ইসরায়েলের চরমপন্থী সরকারের অন্ধ সমর্থনে দেশের প্রগতিশীল কণ্ঠগুলোকে দমিয়ে দিচ্ছে।

আইপ্যাক: বিলিয়নিয়ারদের প্রভাবের হাতিয়ার
স্যান্ডার্স মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আইপ্যাক মূলত বিলিয়নিয়ারদের এক অলিগার্কি, যারা নিজেদের ক্ষমতা ও বর্তমান অবস্থা ধরে রাখতে লড়াই করছে।”

ইহুদি বংশোদ্ভূত এই সিনেটরের বক্তব্য যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরে ক্রমবর্ধমান বিভাজনের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষত গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে মূলধারা ও প্রগতিশীল অংশের মধ্যে ইসরায়েল-সমর্থন ইস্যুতে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।

অলিগার্কির বিরুদ্ধে বার্নি স্যান্ডার্সের অবস্থান
সম্প্রতি প্রকাশিত তাঁর বই Fight Oligarchy-তে স্যান্ডার্স আমেরিকার অর্থনীতি, রাজনীতি ও গণমাধ্যমে বিলিয়নিয়ার শ্রেণির নিয়ন্ত্রণের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, আইপ্যাক এই ক্ষমতাকাঠামোরই অংশ, যারা “ইহুদি-বিরোধিতার অভিযোগ”কে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েলের নীতির সমালোচকদের স্তব্ধ করে দিচ্ছে।

আইপ্যাক যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী লবি সংগঠন, যা নির্বাচনী প্রচারে কোটি কোটি ডলার ব্যয় করে থাকে। এই সংগঠনের অন্ধ ইসরায়েল-সমর্থনের কারণে প্রগতিশীল রাজনীতিকদের মধ্যে এর সমালোচনা বাড়ছে।

“আমি ইহুদি, কিন্তু অন্যায়ের পক্ষে নই”
৮৪ বছর বয়সী বার্নি স্যান্ডার্স স্পষ্ট ভাষায় বলেন, “আমি গর্বের সঙ্গে বলি, আমি একজন ইহুদি। কিন্তু এর মানে এই নয় যে, আমি এমন এক ডানপন্থী ইসরায়েলি সরকারের পক্ষ নেব, যারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করছে।”

বিশ্লেষকরা মনে করছেন, স্যান্ডার্সের এই অবস্থান যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। বিশেষত তরুণ ডেমোক্র্যাটদের মধ্যে নেতানিয়াহু সরকারের প্রতি মার্কিন আর্থিক ও সামরিক সহায়তা নিয়ে বিরক্তি ক্রমেই বাড়ছে।

ট্রাম্পের বিলাসবহুল “ডান্স হল” প্রকল্পের নিন্দা
আইপ্যাক ছাড়াও স্যান্ডার্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডেরও কঠোর সমালোচনা করেছেন। তিনি তাঁর “এক্স” (X) অ্যাকাউন্টে লিখেছেন, “ট্রাম্প শুধু তার বিলিয়নিয়ার বন্ধুদের জন্য ডান্স হল বানাতে হোয়াইট হাউস ধ্বংস করছে। এতে ব্যয় হচ্ছে ৩০ কোটি ডলার। কিন্তু এর চেয়েও ভয়ংকর বিষয় হলো—সে সংবিধান ধ্বংস করছে, স্বাস্থ্যসেবা ধ্বংস করছে, আর আমাদের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।”

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত সাম্প্রতিক ছবিতে দেখা গেছে, হোয়াইট হাউসের পূর্বাংশ ভেঙে ফেলা হয়েছে ট্রাম্পের বিলাসবহুল “ডান্স হল” নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha