রবিবার ২৬ অক্টোবর ২০২৫ - ১০:৩৯
প্রতিটি নিশ্বাসে শোকর

জীবনের প্রতিটি নিঃশ্বাসই আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের এক একটি সুযোগ ও দায়িত্ব।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাদিক (আ.) ইরশাদ করেন—
فی كُلِّ نَفَسٍ مِنْ أَنْفَاسِكَ شُكْرٌ لازِمٌ لَكَ، بَلْ أَلْفٌ وَ أَكْثَرُ.
“তোমার প্রতিটি নিঃশ্বাসের জন্য একটি শোকর (কৃতজ্ঞতা আদায় করা) তোমার ওপর আবশ্যক, বরং হাজার এবং তারও অধিক শোকর (আদায় করা উচিত)।”

[বিহারুল আনওয়ার, খণ্ড ৭১, পৃষ্ঠা ৫২]

মানুষ প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর অনন্ত অনুগ্রহের ছায়ায় জীবিত থাকে। প্রতিটি শ্বাসই নতুন করে আল্লাহর রহমত, অনুগ্রহ ও ক্ষমার নিদর্শন। সুতরাং, প্রতিটি নিঃশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করা শুধু একটি আমল নয়, বরং একজন মুমিনের জীবনের স্থায়ী দায়িত্ব ও আধ্যাত্মিক পরিশুদ্ধির প্রতীক।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha