মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ - ১৫:১২
করিডোর যুদ্ধ: ইরানের কৌশলগত প্রভাব বিস্তারের নতুন মঞ্চ

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ির ঊর্ধ্বতন সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি বলেছেন, উদীয়মান “করিডোর যুদ্ধ” আন্তর্জাতিক সম্পর্কের এক সিদ্ধান্তমূলক অঙ্গন এবং ইরানের কৌশলগত প্রভাব বিস্তারের নতুন ক্ষেত্র।

হাওজা নিউজ এজেন্সি: সোমবার “দক্ষিণ-পূর্ব ইরানে বেসিজ, উন্নয়ন ও টেকসই নিরাপত্তা” বিষয়ক সম্মেলনের বৈজ্ঞানিক কমিটির ষষ্ঠ অধিবেশনে তিনি বলেন, ইরানের ভূ-রাজনৈতিক গুরুত্ব বর্তমানে আগের যেকোনো সময়ের চেয়ে বেড়ে গেছে।

জেনারেল সাফাভি বলেন, “আজ বিশ্ব একটি নতুন ধরনের প্রতিযোগিতায় লিপ্ত—যাকে আমরা ‘করিডোর যুদ্ধ’ বলি; এই প্রতিযোগিতা গড়ে উঠেছে রেলপথ, সামুদ্রিক পথ ও পরিবহন করিডোর নিয়েই।”

তিনি আরও উল্লেখ করেন, “এই অঙ্গনে কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং দৃঢ় সামগ্রিক নিরাপত্তা থাকা দেশগুলো হবে প্রধান খেলোয়াড়।”

জেনারেল সাফাভি দাবি করেন, “করিডোর যুদ্ধ মূলত পূর্ব ও পশ্চিমের মধ্যে এক সভ্যতাগত প্রতিযোগিতার প্রতিফলন; আর ইরান, যে অবস্থানটি পূর্ব-ও-পশ্চিম এবং উত্তর-ও-দক্ষিণ দু’দিকই সংযুক্ত করে, তা আঞ্চলিক শক্তি ভারসাম্যের একটি নতুন অক্ষ হিসেবে আবির্ভূত হবে।”

ইরানের বিশেষ ভৌগোলিক অবস্থান দেশটিকে একটি অনন্য ট্রানজিট কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে—উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক করিডোর বরাবর পশ্চিম এশিয়াকে পূর্ব এশিয়া ও ইউরোপের সঙ্গে যুক্ত করছে।

ইরানের রেল নেটওয়ার্ক পশ্চিমে তুরস্ক ও ইউরোপের সঙ্গে; উত্তর-পশ্চিমে আজারবাইজানের সঙ্গে; উত্তরে ক্যাস্পিয়ান সাগর, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, আজারবাইজান ও রাশিয়ার সঙ্গে; উত্তর-পূর্বে তুর্কমেনিস্তান, মধ্য এশিয়া, রাশিয়া ও চীনের সঙ্গে; দক্ষিণ-পূর্বে পাকিস্তানের সঙ্গে; এবং দক্ষিণে পারস্য উপসাগর ও আন্তর্জাতিক নৌপথের সঙ্গে সংযুক্ত।

মেজর জেনারেল সাফাভি বলেন, ভূ-রাজনীতি ও নিরাপত্তার এই নতুন বাস্তবতায় “করিডোর যুদ্ধ” ইরানের জন্য কৌশলগত প্রভাব বিস্তারের এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha