মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ - ১১:২৪
ইরাকি আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ইরাক সরকার পর্যবেক্ষণ করছে: আলী লারিজানি

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের (SNSC) সচিব আলি লারিজানি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও অবৈধ ইসরায়েলি শাসনব্যবস্থা কর্তৃক ইরাকের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ইরাক সরকার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

হাওজা নিউজ এজেন্সি: সোমবার নিজের এক্স (X) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লারিজানি লিখেছেন, “ইরান ও ইরাকের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নই ছিল ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আরাজির সঙ্গে বৈঠকের মূল আলোচ্য বিষয়।”

তিনি বলেন, “এটা স্পষ্ট যে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে টেকসই নিরাপত্তা অপরিহার্য।”

লারিজানি আরও উল্লেখ করেন, “ইসরায়েল কর্তৃক ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে ইরাক যে অবস্থান নিয়েছে, ইরান তা গভীরভাবে মূল্যায়ন ও প্রশংসা করে।”

তিনি যোগ করেন, “আমাদের বন্ধুরা ইরাকে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আকাশসীমা লঙ্ঘনের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরাক একটি স্বাধীন দেশ এবং তার পূর্ণ সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখা জরুরি।”

উল্লেখ্য, ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আরাজি সোমবার উচ্চপর্যায়ের রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছেছেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha