বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ - ১৮:৩৫
ইরান বেলারুশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে স্বাগত জানিয়েছে

ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির নাসিরজাদেহ বলেছেন, ইরান বন্ধুপ্রতিম ও স্বাধীন দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা এবং শিল্প সহযোগিতা সম্প্রসারণে স্বাগত জানায়। এই প্রেক্ষাপটে বেলারুশকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ইরানি ও বেলারুশি প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা, প্রযুক্তি ও শিল্প খাতের সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হয়। তারা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গভীর করার এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন।

মন্ত্রী নাসিরজাদেহ তেহরান ও মিনস্কের ক্রমবর্ধমান সম্পর্কের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ইসলামিক প্রজাতন্ত্র বন্ধুপ্রতিম ও স্বাধীন দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা ও শিল্প সম্পর্ক শক্তিশালী করতে সবসময় প্রস্তুত।

বেলারুশি কর্মকর্তা দিমিত্রি পান্টুস ইরানের শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য সক্ষমতার প্রশংসা করেন এবং গবেষণা ও উন্নয়ন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও শিল্পকৌশল বিনিময়ে সহযোগিতা বৃদ্ধির ইচ্ছা প্রকাশ করেন।

উভয় পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ের ওপর মিলিত দৃষ্টিভঙ্গি পুনঃনিশ্চিত করে ভবিষ্যৎ সহযোগিতার রোডম্যাপ প্রণয়ন, যৌথ প্রকল্প ত্বরান্বিতকরণ এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ব্যবস্থার, বিশেষ করে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর কার্যক্রমের সঙ্গে সংযোগ বাড়ানোর প্রস্তুতি প্রকাশ করেছেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha